Select Page

নতুন সিনেমায় শুভ

নতুন সিনেমায় শুভ

1438719270

আরিফিন শুভ যুক্ত হলেন নতুন সিনেমায়। অনন্য মামুনের সিনেমাটির নাম ‌‘অস্তিত্ব’। এতে আরো অভিনয় করতে পারেন তিশা। শুভ চুক্তিবদ্ধ হলেও তিশার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি ‘মুসাফির’ ছবির শুটিং শেষ করলেন তিনি। এখন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কোরবানির ঈদে ছবিটির মুক্তির সম্ভাবনা আছে।

চলতি সময়ে হাতে আরও তিনটি ছবি আছে শুভ’র। সেপ্টেম্বর থেকে ‘মৃত্যুজন’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি অক্টোবর থেকে শুরু করবেন পরিচালক সোহেল আরমানের নতুন ছবির কাজ। এর আগে কয়েকটি স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন শুভ।

এবার যুক্ত হলো এছাড়া অনন্য মামুনের নতুন সিনেমা।


মন্তব্য করুন