ঈদের সিনেমাগুলো কোথায় দেখবেন
ঈদে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র— এর মধ্যে আছে ‘অগ্নি ২’, ‘লাভ ম্যারেজ’ ও ‘পদ্ম পাতার জল’। এ ছাড়া মুক্তির মিছিল থেকে ছিটকে গেছে ‘আরো ভালোবাসবো তোমায়’। তিনটি সিনেমা দুই শতাধিক হলে মুক্তি পাচ্ছে।
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার নির্মিত ‘অগ্নি ২’তে অভিনয় করেছেন মাহি ও ওম। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থী, টাইগার রবি প্রমুখ। সারাদেশের ১০৮টি হলে মুক্তি পাচ্ছে ‘অগ্নি ২’। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, সার্ভার স্বল্পতার কারণে এর চেয়ে বেশি হলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। হলগুলো হলো—
- স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, ঢাকা।
- ব্লক বাস্টার্স সিনেমাস -যমুনা ফিউচার পার্ক, ঢাকা।
- শ্যামলি সিনেপ্লেক্স, ঢাকা
- মধুমিতা-ঢাকা
- গীত – ঢাকা
- পুনম – ঢাকা
- পুর্নিমা – ঢাকা
- রানীমহল – ডেমরা , ঢাকা
- আগমন – ঢাকা
- সৈনিক ক্লাব – বনানী , ঢাকা
- বিজিবি সিনেমা হল – ঢাকা
- নিউ গুলশান – জিনজিরা , ঢাকা
- সনি সিনেমা হল – মিরপুর, ঢাকা
- কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম – সিলেট
- দুলাল – ফেনী
- ফাল্গুনী – নগরপুর,টাঙ্গাইল
- আলমাস – চট্টগ্রাম
- কাকলী – শেরপুর
- কেয়া – টাঙ্গাইল
- কল্লোল – মধুপুর, টাঙ্গাইল
- আনারকলি – টঙ্গী, গাজীপুর
- মানসী – কিশোরগঞ্জ
- মিলন – মাদারীপুর
- মডার্ন – দিনাজপুর
- মমতাজ – সিরাজগঞ্জ
- মনিহার – যশোর
- মনিকা – শাহতাজগঞ্জ
- মুন – হোমনা
- মৌসুমী – পাকুন্দিয়া
- নিউ রজনীগন্ধা – চালা,সিরাজগঞ্জ
- নবীন – মানিকগঞ্জ
- অভিরুচী – বরিশাল
- প্রিয়া – ঝিনাইদহ
- আশা – নারায়নঞ্জ
- পুর্বাশা – সান্তাহার
- বলাকা – ঠাকুরগাঁও
- রাজ – কুলিয়ারচর
- রাজমহল – চাপাই নবাবগঞ্জ
- বনানী – কুষ্টিয়া
- সাধনা – রাজবাড়ি
- শাহীন – বল্লবাজার, টাঙ্গাইল
- শঙ্খ – খুলনা
- শাপলা – রংপুর
- সোনিয়া – বগুড়া
- সোনালি – টাকেরহাট
- তাজ – গাইবন্ধা
- তিতাস – পটুয়াখালী
- তামান্না – সৈয়দপুর
- উপহার – রাজশাহী
- উর্বশী – ফুলবাড়ি, দিনাজপুর
- মনোয়ার – জামালপুর
- সন্ধ্যা – পটিয়া, চট্টগ্রাম
- পৃথিবী – জয়পুরহাট
- বর্ষা – জয়দেবপুর, গাজিপুর।
- রাজমনি- বুরহানউদ্দিন, ভোলা
- চলন্তিকা সিনেমা – গোপালদি
- রুমা – মুক্তাগাছা
- বর্নালী – শাহযাদপুর
- বর্নালী – নয়াপাড়া
- তিথী – গোবিন্দগঞ্জ
- ছাঁয়াবানী – নাটোর
- বীণা – পাবনা
- আলো ছায়া – শরীয়তপুর
- ফিরোজ মহল – পাগলা, নারায়নঞ্জ
- কানন – সাগরদীঘি
- ভিক্টোরিয়া – শ্রীমংগল
- চিত্রবানী সিনেমা – গোপালগঞ্জ
- ছাঁয়াবানী – ময়মনসিংহ
- সন্ধ্যা – হাসনাবাদ
- সাগরী – চরফ্যাশন
- মুকুল – কটিয়াদি
- দর্শন – ভৈরব
- জিকো- নরসিংদি
- মুক্তা – রানীশংকৈল
- নবীন- নবীনগর
- নান্টুরাজ – চুয়াডাঙ্গা
- পুর্বাশা – মাগুরা
- রংধনু – নাজিপুর
- স্টার ভিউ – কংশনগর
- আজাদ – পাথরহাট
- পলাশী- শিবচর
- কঙ্কন- মহাগঞ্জ
- প্রীতি -আগলা
- শাপলা – শ্রীপুর
- লাইট হাউজ – পারুলিয়া
- অনামিকা – পিরোজপুর
- জ্যোতি – কাজিরহাট
- লাকী – কোম্পানিগঞ্জ
- মল্লিকা – উল্লাপাড়া
- মানবী – খোকসা
- মৌভক – ভাংগুরা
- রায়মহল – নয়াপুর
- সোহাগ – ঘোড়াশাল
- মনিহার – মাধবপুর
- মনোরমা – কাপাসিয়া
- বুলবুল – চিতলমারী
- চিত্রালী – খুলনা
- চন্দ্রিমা – শ্রীপুর
- ক্লিওপেট্রা- ধুনট, বগুড়া
- সংগীতা – সাতক্ষীরা
তন্ময় তানসেন পরিচালিত এবং ইমন ও মিম অভিনীত ‘পদ্ম পাতার জল’ দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা, রাজমনি, আনন্দ, সংগীত ও মিনি গুলশানে।
শাকিব–অপু জুটির ‘লাভ ম্যারেজ’পরিচালনা করেছেন শাহীন সুমন। সিনেমাটি প্রযোজনা করেছেন তাপসী ঠাকুর। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চুসহ আরো অনেকে। এটি মুক্তি পাবে ১২২টি সিনেমা হলে। ঢাকার এশিয়া ও অভিসারসহ সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।