Select Page

জাজের নতুন নায়িকা নুসরাত ফারিয়া ও জলি

জাজের নতুন নায়িকা নুসরাত ফারিয়া ও জলি

[su_slider source=”media: 12393,12350″ link=”lightbox”]

কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়া নতুন নায়িকা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। সে মোতাবেক রাজধানীর একটি হোটেল ঘোষিত হলো দুইজন নায়িকার নাম- নুসরাত ফারিয়া ও ফাল্গুনী রহমান জলি।

মডেল ফারিয়া জাজের সিনেমায় যুক্ত হচ্ছেন, এটি বেশ কিছুদিন শোনা যাচ্ছিল। এবার তা সত্যি হলো। আর চমক হাজির হলেন আরেক নায়িকা জলি।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে নুসরাত ফারিয়া ও জলির নাম ঘোষণা করা হয়। ফারিয়া ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে অভিনয় করবেন। এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ।

অন্যদিকে জলি জাজের পরবর্তী চলচ্চিত্রে অভিনয় করবেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল ইনু, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, ভারতে এসকে মুভিজের কর্ণধার অশোক ভানুকা, ইউনিলিভার বাংলাদেশের মিডিয়া এ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভীর ফারুক, কলকাতার অঙ্কুশ।


মন্তব্য করুন