Select Page

এবার দেশের দর্শকদের জন্য জালালের গল্প

এবার দেশের দর্শকদের জন্য জালালের গল্প

Jalaler Golpo (2)আবু শাহেদ ইমন পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি জালালের গল্প। বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে এ ছবি। বাংলাদেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও বাংলাদেশের মানুষ এ ছবিটি দেখার সুযোগ এখনো পায়নি। দেশের দর্শকদের আর আধরায় না রেখে আগামী ৪ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।

ছবিটির মুক্তি উপলক্ষে আগামী ৩০ আগস্ট রাজধানীর ব্লকবাস্টার সিনেমা হলে এর প্রেস শো অনুষ্ঠিত হবে। পরিচালক জানান , সিনেমা হলের তালিকা ও সময়সূচি জানা যাবে ছবিটির অফিসিয়াল ফেসবুক পেজে

জালালের গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম। দেশের বাইরের দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছে প্রশংসিত হয়েছেন তার প্রভিভার জন্য। তাছাড়া আরও অভিনয় করেছে মৌসুমী হামিদ, তৌকির আহমেদ, শর্মীমালা, নূরে আলম নয়ন, মিতালি দাশ, ফজলুল হক, আহমেদ গিয়াস সহ আরও অনেকে। এবং নাম ভূমিকায় অভিনয় করেছে নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।

গত বছর বুসান উৎসব দিয়ে আন্তর্জাতিক উৎসবে যাত্রা শুরু করে জালালের গল্প। উৎসবটির মূল প্রতিযোগিতা বিভাগ ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রথম বাংলাদেশি ছবি হিসেবে বিশ্ব প্রিমিয়ার করেছিল। এবং এ বছরের ফেব্রুয়ারিতে বিনা কর্তনে সেন্সর পায় এটি।

পর্তুগালের আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের ১৯তম আসরেও ছবিটি সেরা ছবি নির্বাচিত হয়েছে। সেখানে ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন মোশাররফ করিম। গত বছরের নভেম্বরে ভারতের গোয়াতে অনুষ্ঠিত ৪৫-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে-র (আইএফএফআই) প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া “অ্যা উইন্ডো অন সাউথ এশিয়ান সিনেমা” বিভাগে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে প্রদর্শণের জন্য মনোনিত হয়েছিল ছবিটি। এ বছরের (২০১৫) ফেব্রুয়ারির শুরুতে ভারতের রাজস্থানে অনুষ্ঠিত হওয়া ৭ম জয়পুর চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ছবিটি এবং জালালের গল্পের জন্য ইমন সেখানে সেরা নবাগত নির্মাতার পুরস্কার পেয়েছে। এছাড়াও গত এপ্রিলে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৩-তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ১৭-২৩ জুলাই ফিজির রাজধানী সুভা-তে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ফিজি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের -র মূল প্রতিযোগিতা বিভাগে জালালের গল্প প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন