Select Page

নতুন সিনেমায় জয়া

নতুন সিনেমায় জয়া

Joya-ahsanঅটিজম ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পুত্র’। এ চলচ্চিত্রেই অভিনয় করবেন অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। পরিচালনা করবেন টেলিভিশনের জনপ্রিয় নির্মাতা সাইফুল ইসলাম মাননু। খবর বাংলা মেইল

সাধারণত অটিস্টিক ব্যক্তি বা শিশু আর দশটা মানুষের চেয়ে ব্যতিক্রম, তারা নিজের মধ্যে গুটিয়ে থাকে। এই বিষয়টিকে ছবিতে উপস্থাপন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী— দেশে অটিস্টিক শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। এমন বাস্তবতায়, তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় অটিজম ও সামাজিক মূল্যবোধ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লক্ষ্যে নির্মাণ করতে যাচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘পুত্র’।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘অটিস্টিক শব্দটা বলতে আমার ভালো লাগে না। এদেরকে আমি বলি স্পেশাল চাইল্ড। “পুত্র” ছবির গল্প সেই সব ‘স্পেশাল চাইল্ড’দের নিয়েই। আমাদের দেশে সচরাচর এমন গল্প নিয়ে ছবি তৈরি হয় না। তাই গল্পটা শুনে বেশ ভালো লেগেছে।’

তিনি আরো বলেন, ‘আমি এ-ও শুনেছি, সরকারি উদ্যোগে ছবিটি নির্মিত হতে যাচ্ছে। এর সঙ্গে সংশ্লিষ্টরাও নাকি চাচ্ছিলেন, আমিই যেন এ ছবিতে অভিনয় করি। একজন অভিনয়শিল্পীর জন্য এটা অনেক সম্মানের।’

ছবিটির নির্বাহী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, জয়া আহসান শিক্ষক হিসেবে অভিনয় করলেও এ ছবির কেন্দ্রীয় চরিত্রের গল্প আবর্তিত হবে একজন অটিস্টিক শিশুকে ঘিরে। এ চরিত্রে থাকছে নাজিম। এ ছাড়া, ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন আহসান হাবিব নাসিম, রিচি সোলায়মান প্রমুখ।

এছাড়া এখন পর্যন্ত অন্য অভিনয় শিল্পী হিসেবে নিশ্চিত করা হয়েছে সাবেরী আলমকে। এদিকে চলচ্চিত্রটি নিয়ে আজ বুধবার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ সময় চলচ্চিত্রটির কলাকুশলীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

জয়া আহসান বর্তমানে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ২’ সিনেমায় অভিনয় করছেন। তার বিপরীতে আছেন শাকিব খান।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares