ছিন্নমূলের শ্যুটিং শুরু
স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ তার পঞ্চাশতম চলচ্চিত্র ছিন্নমূলের শ্যুটিং শুরু করেছেন। ১৩ আগস্ট থেকে শুরু হওয়া ছবির শ্যুটিং প্রথম দফায় চলবে ২০ আগস্ট পর্যন্ত। ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ পুত্র কাজী মারুফ, অরিন এবং কাজী হায়াৎ নিজেই। খবর এনটিভি অনলাইন।
এ সমাজে বড় হওয়া ছিন্নমূল শিশুদের ব্যবহার করে পেট্রোলবোমা মেরে যারা মানুষ হত্যা করছে তাদের গল্পই উঠে আসবে ছবিতে, এমনটি জানিয়েছেন কাজী হায়াৎ। ছিন্নমূল ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন কাজী মারুফ।
অন্যদিকে চিত্রনায়িকা অরিন অভিনয় করেছেন ড্যান্সার চরিত্রে। হাসপাতালে চিকিৎসাধীন মা’র জীবন বাঁচানোর তাগিদে অরিন হোটেলে নাচেন। কিভাবে ছিন্নমূলের সাথে তিনি জড়িয়ে পড়েন, তার মা-কে সত্যিই বাঁচাতে সক্ষম হন কিনা সেই গল্প পাওয়া যাবে চলচ্চিত্রে।
উল্লেখ্য, কাজী হায়াৎ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ছিল সর্বনাশা ইয়াবা। সমাজের সমস্যাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মানের জন্য কাজী হায়াৎ সুপরিচিত।