Select Page

অঙ্গারে জলির অভিষেক

অঙ্গারে জলির অভিষেক

1429540128_joly-4বর্তমান সময়ে চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়িকা মাহিয়া মাহির সাথে জাজ মাল্টিমিডিয়ার টানাপোড়েনের সময় বেশ ঘটা করে একই সাথে দুই নতুন নায়িকাকে সবার সাথে পরিয় করিয়ে দেয় জাজ মাল্টিমিডিয়া। এদের একজন নুসরাত ফারিয়া ইতোমধ্যেই একটি ছবিতে অভিনয় শুরু করলেও ফাল্গুনি রহমান জলি কোন ছবিতে কাজ শুরু করেন নি। এবার জানা গেল আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রথম ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জলি, ছবির নাম অঙ্গার।

অঙ্গার পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে জলির বিপরীতে অভিনয় করবেন অগ্নি-২ তারকা ওম। ছবির শ্যুটিং হবে বান্দরবানে। শ্যুটিং এ অংশ নেয়ার জন্য ওম আসবেন এ মাসের শেষের দিকে।

জলি অবশ্য এতদিন বসে ছিলেন না। ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন তিনি। অভিনয়, নাচ, অ্যাকশনের জন্য কলকাতা থেকে দেড় মাসের কোর্স করেছেন। সোহানুর রহমান সোহানের অভিনয় স্কুল থেকেও অভিনয় প্রশিক্ষণ নিয়েছেন। কেমন প্রস্তুত হয়েছেন তার পরীক্ষা হবে প্রথম ছবিতে, তাই জলির জন্য ছবির নাম যথার্থও বটে।

ছবিতে আরও অভিনয় করবেন আশীষ বিদ্যার্থী, সুপ্রিয়, রাজা প্রমুখ।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন