Select Page

সাফল্যের প্রত্যাশী আঁচল

সাফল্যের প্রত্যাশী আঁচল

Achol Bangla film actressবাংলাদেশের চলচ্চিত্রের চিত্র পাল্টাচ্ছে। দর্শক ফিরতে শুরু করেছে। চলচ্চিত্রগুলোর মানও বেশ উন্নত হচ্ছে ফলে হলে দর্শক উপস্থিতিও বাড়ছে। বর্তমান সময়ের বাংলা ছবির ইন্ড্রাষ্ট্রি নিয়ে আশাবাদী সকলে। এই সময়ে অনেক নতুন মুখ ইন্ড্রাষ্টিতে জায়গা করে নিলেও আশাব্যঞ্জক সাফল্য পাননি অভিনেত্রী আঁচল

২০১১ সালে ‘ভুল’ ছবির মাধ্যমে ঢালিউড ছবিতে অভিষেক হয় আঁচলের। ওই বছরেই মুক্তি পায় বেইলি রোড। ছবি দুটিই ছিল বিকল্প ধারার। এরপর বাপ্পি চৌধুরী এর বিপরীতে ‘জটিল প্রেম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক ধারার ছবিতে অভিষেক হয় তার। এ ছবিতে অভিনয় করে সাধারন দর্শকের পছন্দের তালিকায় উঠে আসেন। শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত “কি প্রেম দেখাইলা” ছবিতে তার সৌন্দর্য্য ছিল ঢালিউডে এক নবযুগের সূচনা।

আঁচল বেশ আলোচিত কিছু ছবিতে অভিনয় করলেও ছবিগুলো সফল হয়নি। ‘ওয়ার্নিং’ এবং ‘গুণ্ডা দ্য টেরোরিস্ট’ ছবি দুটি কাঙ্ক্ষিত সাফল্য লাভে ব্যর্থ হওয়ায় আঁচলের চাহিদা ও ব্যস্ততা দুটোতেই ভাটা পড়ে।

তবে বর্তমানে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় বাড়ায় আঁচলও আশাবাদী যে তিনি তার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবেন।

তার অভিনীত মুক্তির জন্য প্রস্তুত রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘আজব প্রেম’। নির্মাণের শেষপর্যায়ে রয়েছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘এপার ওপার’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’, শফিক আহমেদ রনির ‘মেন্টাল’সহ বেশ কিছু ছবি। দীর্ঘদিন ধরে শেষ হচ্ছে না ‘রংধনু’। তাছাড়া স্বনামধন্য প্রযোজক পরিচালক মোহাম্মদ হোসেনের নতুন ছবি ‘বাদশা’ তার জন্য বড় একটা ভরসা হয়ে এসেছে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares