Select Page

আজ থেকে টিএসসি-তে ফিল্ম ফর ফ্রেশারস ২০১৫

আজ থেকে টিএসসি-তে ফিল্ম ফর ফ্রেশারস ২০১৫

film for freshers 2015 by DUFSঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস)। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এ বছরও আয়োজন করেছে ‘ফিল্ম ফর ফ্রেশারস ২০১৫’। আজ থেকে টিএসসিতে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল ১৮ আগস্ট পর্যন্ত।

প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে দেশ বিদেশের চলচ্চিত্রের সাথে পরিচিত করে চলচ্চিত্র দেখার ব্যাপারে আগ্রহী করে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ফলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরাই বিনামূল্যে এই উৎসবে চলচ্চিত্র দেখার সুযোগ পায়। শিক্ষার্থীদের পে-ইন স্লিপ অথবা আইডি কার্ডই চলচ্চিত্র দেখার টিকিট হিসেবে গন্য হয়।

দুই দিনে মোট আটটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এর মাঝে সোমবার সকাল ১০টায় স্টপ জেনোসাইড এবং দ্য স্টিমরোলার অ্যান্ড দ্য ভায়োলিন, দুপুর ১টায় দ্য পিয়ানিস্ট, বিকাল ৪টায় দ্য জেনারেল এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অপুর সংসার দেখানো হবে। পরদিন মঙ্গলবার সকাল ১০টায় জ্যাঙ্গো আনচেইনড, দুপুর ১টায় সূর্য দীঘল বাড়ি, বিকাল ৪টায় বেকাস এবং সন্ধ্যা সাড়ে ৬টায় দ্য বাইসাইকেল থিফ দেখানো হবে।

 

 


মন্তব্য করুন