মুগ্ধতা ছড়াল মুসাফিরের প্রথম গান
দিন কি বা রাত, ছোটার আকুল নেশা
ঝড় জলে মেটে না পিপাসা
ভোর খোঁজে মন ঘোর আঁধারে
জীবন কি জড়াবে এই শিখরে
এই পথ জানা নেই…
এমনই কথা তাহসানের কন্ঠ দেয়া আরিফিন শুভর মুক্তি প্রতীক্ষিত ছবি ‘মুসাফিরের‘ প্রথম প্রকাশিত গান ‘এই পথ জানা নেই’ এর। টাইগার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে লিরিক্সসহ গানটির সম্পূর্ণ অডিও ট্র্যাক। সাথে যোগ হয়েছে ছবির নায়ক নায়িকা ও বিভিন্ন দৃশ্যের সমন্বয়ে অসাধারণ কিছু গ্রাফিক্স।
মুসাফিরের মিউজিক এলবাম যে দারুণ কিছুই উপহার দিতে চলেছে, তার আভাস পাওয়া গেল এই পথ জানা নেই গানের মাধ্যমেই। আরজিন কামালের লেখা লিরিক্স সত্যিই খুব সুন্দর। একদম ভিন্নধর্মী লিরিক্স। ততোধিক ভাল গানের মিউজিক। একদম তরুণ প্রজন্মের মনের মত মিউজিক। গান শুরু হওয়ার আগে গানের ওপেনিং মিউজিক শুনেই শুরু হবে মুগ্ধতা। আর সেই মুগ্ধতা জারি থাকবে গোটা গানজুড়েই। মিউজিক ডিরেক্টর নাভিদ অনেক ভাল কাজ করেছেন। আর তাহসানের গায়কি নিয়ে স্রেফ কিছু বলার নেই। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির টাইটেল ট্র্যাকেও তাঁর গান মন ছুঁয়েছিল শ্রোতাদের। কিন্তু অনেকের অভিযোগ ছিল যে তা টিপিক্যাল তাহসানসুলভ হয়ে গেছে। কিন্তু সেরকম অভিযোগের সুযোগ নেই এই গানে। নিজের চিরাচরিত গায়কি থেকে বেরিয়ে এসে কিছুটা রক ধাঁচের এই গানে কন্ঠ দিয়েছেন এবং শুনতে আগাগোড়াই অসাধারণ লেগেছে।
সবমিলিয়ে এই পথ জানা নেই আগামী দিনগুলোতে নি:সন্দেহে দারুণ জনপ্রিয়তা পেতে চলেছে। যারাই একবার শুনবেন, বারবার শুনতে চাইবেন। গুনগুন করে গাইতে থাকবেন ‘এই পথ জানা নেই, এই পথে আমার বাড়ি…!’
তবে এই গানের অডিও ট্র্যাক কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিল ছবির পরিচালকের সামনে। গানটা যতটা সুন্দর, ততোধিক সুন্দরভাবে যদি এর পিকচারাইজেশন না হয়, তাহলে কিন্তু মার খেয়ে যাবে এই গানের অসাধারণত্ব। এবং গানের সমপর্যায়ের স্মার্ট পিকচারাইজেশন সত্যিই অনেক কঠিন হবে। সেটা পারবেন তো পরিচালক আশিকুর রহমান? দেখার অপেক্ষায় রইলাম!