Select Page

হ্যান্ডিক্রাফটস ব্যবসায় মাহি

হ্যান্ডিক্রাফটস ব্যবসায় মাহি

mahia mahi on handicraft businessহঠাৎ করেই সিনেমা নিয়ে ব্যস্ততা শেষ হয়ে গিয়েছে মাহিয়া মাহির। জাজ মাল্টিমিডিয়ার সাথে সম্পর্কের ছেদ হওয়ার পরপরই অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন মাহি। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের কথাবার্তা শোনা গেলেও এখনো কাজ শুরু হয় নি কোনটিরই। এই অবসরেই হ্যান্ডিক্রাফটস (হাতে বানানো জিনিসপত্র) ব্যবসায়ে নামছেন জনপ্রিয় এ অভিনেত্রী। খবর প্রথম আলো

হ্যান্ডিক্রাফটসের এই সকল পণ্য মাহি নিজেই তৈরী করবেন। এ প্রসঙ্গে বলেছেন, ‘ছোটবেলা থেকেই আমার হ্যান্ডিক্র্যাফটসের প্রতি আগ্রহ। সব সময়ই মনে হয়েছে হাতে তৈরি নানা ধরনের জিনিসপত্র নিয়ে বড় একটা প্রতিষ্ঠান তৈরি করব। এখন মনে হচ্ছে, স্বপ্নের কাছাকাছি চলে এসেছি আমি।’

গুলশান-বনানীর দিকে বড় কোন দোকান খুজছেন তিনি। দোকানের নাম হবে স্করপিয়ন হাট। উল্লেখ্য এর আগে তিনি ‘স্করপিয়ন’ নামে নিজস্ব চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিলেন। বোঝা যাচ্ছে, স্করপিয়ন তার বেশ পছন্দের নাম।

স্করপিয়ন হাটে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড থাকবে। এছাড়া হ্যান্ডব্যাগ সহ ঘরে সাজানোর জিনিসপত্রও থাকবে। এ জন্য তিনি চীনের কিছু কারখানাও ঘুরে এসেছেন।

সিনেমার তারকারা অনেকেই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত। মাহিয়া মাহির স্করপিয়ন হাট কতটা সফল হবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।


Leave a reply