Select Page

বিদেশী শিল্পী নিয়ে মান্নার অসমাপ্ত সিনেমা

বিদেশী শিল্পী নিয়ে মান্নার অসমাপ্ত সিনেমা

11223307_994788567251755_3288950738916515148_n

২০০৮ সালে মারা যান ‘আম্মাজান’ তারকা মান্না। মৃত্যুর ২ বছর আগে ‘বৃষ্টির চোখে আগুন’ নামে একটি ছবির কাজ অনেকাংশে শেষ করেছিলেন। সোহানুর রহমান সোহানের পরিচালনায় এ ছবিতে মান্নার বিপরীতে অভিনয় করেছেন পপি। মান্নার অকাল মৃত্যুতে বাকি আটকে যায়।

সম্প্রতি ‘বৃষ্টির চোখে আগুন’র কাজ শেষ করার উদ্যোগ নিয়েছেন প্রযোজক। মান্নার অসমাপ্ত শুটিং কীভাবে করবেন সেটা বিস্তারিত জানাননি। এমনকি পরিচালক কিংবা নায়িকা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন। এ ছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভারতীয় অভিনয় শিল্পীকে।

কাহিনীতে কিছুটা পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রযোজক। বলেছেন, ‘দরবেশ’ নামে একটি চরিত্রে ভারতের মিঠুন চক্রবর্তী কিংবা আশীষ বিদ্যার্থীকে দিয়ে অভিনয় করাতে পারেন। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তারা।


মন্তব্য করুন