সাক্ষাৎকার বিতর্কে নুসরাত ফারিয়া
পশ্চিমবঙ্গের দৈনিক এবেলায় সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারের জেরে সমালোচিত হলেন নবাগত নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলতে টেলিভিশন ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ওখানে সোশ্যাল মিডিয়ায় কার কতো ফলোয়ার রয়েছে তা দেখে বিবেচনা করা হয় কে স্টার আর কে নয়।’
পত্রিকাটিও ফারিয়ার এ কথাগুলোকে হাইলাইট করে। এ নিয়ে স্যোশাল মিডিয়ায় ফারিয়ার বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা গেছে। এমনকি মুখ খুলেছেন নামি কয়েকজন নির্মাতাও।
নির্মাতা সাফি উদ্দিন সাফি লিখেন, ‘এটা তুমি ঠিক বলোনি। আমাদের চলচ্চিত্রকে তুমি অপমান করেছো। এর জন্য তোমার ক্ষমা চাওয়া উচিৎ। আর তুমি স্যোশাল মিডিয়ার ফলোয়ারের কথা বলছো ১ কোটি ফলোয়ারের একজন রাস্তায় দাঁড়াক কেউ ফিরেও তাকাবে না কিন্তু ফিল্মের একজন স্টার রাস্তায় দাড়ালে কয়েক ঘণ্টার জন্য ঢাকা অচল হয়ে যাবে যানজটের কারণে।তখন বুঝবে কে স্টার।‘
এ দিকে এস এ হক অলিক লিখেন, ‘ফারিয়া এটা কী বললে তুমি…..!!!!!!!?????? বাংলা ভাষা, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বোপরি বাংলাদেশ এটা তোমার, আমার ও আমাদের সকলের… কেন নিজেকে ও নিজের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোট করছ? এতে তো বাংলাদেশকে ছোট করা হয়…. বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এতা বড় যে সেখানে তুমি ধূলিকণা মাত্র…. নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসো, মাতৃভাষাকে ভালোবাসো, নিজের দেশকে ভালোবাসো। তাহলে সবাই তোমাকে ভালোবাসবে।’
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার হৈ চৈ নিয়ে বাংলা চলচ্চিত্র গ্রুপের অন্যতম এডমিন তানভীর খালেদ লিখেন, ‘মাহিয়া মাহি যখন রোমিও ভার্সেস জুলিয়েট চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তখন তিনি কলকাতার মিডিয়াতে বাংলাদেশের সমালোচনা করে সাক্ষাৎকার দিয়েছিলেন মনে আছে?নূসরাত ফারিয়া ও সেইম কাজই করেছেন। মাহিয়া মাহির যেহেতু কোন শাস্তি হয়নি, নূসরাত ফারিয়ার শাস্তির দাবী করাটা বোকামি!যখন আশিকি ছবির গান ইউটিউবে এস্কে মুভিজের চ্যানেলে আপলোড হল সেখানে অনেক ভারতীয় নূসরাত ফারিয়ার প্রশংসা করলেও সব বাংলাদেশী গিয়ে সমালোচনা করে এসেছে, তখন কি আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয় নাই?একটা মেয়ে বিদেশের ছবিতে কাজ করছে বলে আমরা তাকে এপ্রিশিয়েট না করে সমালোচনা করছি সে কেন আমাদের ইন্ডাস্ট্রির প্রশংসা করতে যাবে?আমাদের ইন্ডাস্ট্রি নানা সমস্যা জর্জরিত!এখানে করে প্রাউড ফিল করবেন সে অবস্থা নেই। তার উপর বাংলাদেশে টালিউডের যে পরিমাণ জনপ্রিয়তা সবারই উদ্দেশ্য থাকে সেখানে কাজ করার্। তাই এরকমটি হয়! ভবিষ্যতেও হবে। যতদিন পর্যন্ত ইন্ডাস্ট্রির উন্নতি হচ্ছেনা ততদিন মাহিয়া মাহি নূসরাত ফারিয়া গিয়ে কলকাতায় নিজ দেশের বদনাম করবেনই। শুধু মুখ বুজে সহ্য করা ছাড়া আমাদের কিছুই করার নেই। পারলে কলকাতার প্রতি ভক্তি কমান, নিজেদের সংস্কৃতির প্রতি আস্থা আনেন। নিজে ভাল হোন দেখবেন সমগ্র দেশ ভাল হয়ে যাবে।’
সোমবার প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার অভিষেক সিনেমা ‘আশিকী’র ট্রেলার। এ প্রসঙ্গে জনপ্রিয় নায়িকা পূর্ণিমা প্রথম আলোতে ফারিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আশিকী ছবির ট্রেলার দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে, ফারিয়া খুবই ভালো একটা সুযোগ পেয়েছে। এ ক্ষেত্রে পিছলে পড়ার সম্ভাবনাও কিন্তু থাকে। ওকে নিয়ে এখন হয়তো সবার প্রত্যাশাও বেড়ে গেছে। ওকে একই মানের ছবির কাজ করতে হবে। সে যদি এখন কিছুদিন পর আবারও টেলিছবিতে কাজ শুরু করে; তাহলে কিন্তু বিপদ। এই ব্যাপারগুলো তাঁকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে এখন যেসব সিনেমা তৈরি হচ্ছে, এগুলোর বেশির ভাগই আমার কাছে মিউজিক ভিডিওর মতো মনে হয়। অনেক ক্ষেত্রে তো মনে হয়, লম্বা একটা টেলিফিল্ম দেখছি। এগুলো না হচ্ছে সিনেমা, না হচ্ছে নাটক। অন্যদিকে, কলকাতার ছবি দেখলে মনে হচ্ছে, সত্যিকারের একটা সিনেমা দেখছি। আমাদের দেশে যাঁরা আবার যৌথ প্রযোজনায় ছবি বানাচ্ছেন, সেগুলো কিছুটা হলেও ভালো লাগছে।’
ছোটপর্দার উপস্থাপিকা ও মডেল হিসেবে পরিচিত নুসরাত ফারিয়া সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় নাম লেখান। চলচ্চিত্রটি অচিরেই বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে। তবে নিজের প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই এ নায়িকা বলিউডে ডাক পেয়েছেন। বলিউডি নির্মাতা বিঞ্চু দত্তের ‘গোয়াহ’ সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে অভিনয় করছেন তিনি।