Select Page

OMG! ‘ন ডরাই’-এর একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

OMG! ‘ন ডরাই’-এর একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত সার্ফিং নিয়ে নির্মিত ছবি ‘ন ডরাই’।মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যার পরে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স।

ওই সময় মাল্টিপ্লেক্স চেইনটির চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘আমি সিনেমাটি নিয়ে কয়েকটি বিদেশি ফেস্টিভ্যালে গেছি। সবখানেই প্রশংসিত হয়েছে ছবিটি। আশা করি আমাদের দেশের দর্শকের কাছে প্রশংসিত হবে। দর্শকদের একটা একটা বিষয় জানাতে চাই। কয়েকটি প্রতিষ্ঠানের আমাদের ছবিটির সঙ্গে যুক্ত হয়েছে।’

‘এর মধ্যে আছে ডেইলি স্টার, বিকাশ, ডিউ। কেউ যদি বিকাশ অ্যাপের মাধ্যামে আমাদের এই ছবির টিকিট কাটেন। তাহলে একটা টিকিটের সাথে আরেকা একটা টিকিট ফ্রি পাবেন। এই অফারটি শুধুমাত্র সিনেপ্লেক্সে এসে ছবি দেখলেই পাওয়া যাবে।’

এছাড়া সিনেমাটির নানা বিষয় তুলে ধরেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ, পরিচালক তানিম রহমান অংশু, নায়ক শরিফুল রাজ, নায়িকা সুনেরা বিনতে কামাল।

‘ন ডরাই’ সিনেমাটির গল্প নিয়ে একটি কমিক্সের বই করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে।

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত তৈরি হয়েছে ছবির গল্প। নারীর এগিয়ে যাওয়ার বার্তাও থাকছে সিনেমায়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ‘ন ডরাই’। আমরা তিনমাস চিন্তা করে ছবিটির নাম নির্ধারণ করি। এই শব্দের মানে হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে। যা নারীদের উৎসাহিত করবে।’

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার দেবের ‘বুনোহাঁস’ ও অমিতাভ-দীপিকার ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখে প্রশংসিত হন।

সূত্র: জাগো নিউজ


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares