Select Page

গানে গানে ‘পদ্ম পাতার জল’

গানে গানে ‘পদ্ম পাতার জল’

শিগগির প্রকাশ হতে যাচ্ছে তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের গান। সম্পাদনা ও ডাবিং শেষে অডিও প্রকাশ নিয়ে ব্যস্ত রয়েছেন পরিচালক।

‘পদ্ম পাতার জল’ সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লতিফুল ইসলাম শিবলী ও পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ঔপনিবেশিক সময়ের এক গল্পকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের জন্য জাঁকজমকপূর্ণ সেট ও জমকালো পোশাক পরিকল্পনার এক নান্দনিক মেলবন্ধন ঘটানো হয়েছে এ চলচ্চিত্রে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন বিদ্যা সিনহা মিম

ভিন্ন ধরনের গল্পের এ সিনেমা সম্পর্কে ইমন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হতে যাচ্ছে। দর্শকরা সিনেমাটি দেখার পর আবারো দেখতে চাইবে বলে আশা করছি। সম্পূর্ণ মৌলিক একটি কাহিনী নিয়ে নির্মিত।’

বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ঔপনিবেশিক সময়ের গল্পের উপস্থাপন করা হয়েছে চলচ্চিত্রটিতে। আর চরিত্রটিও আলাদা। তাই এতে আমাকে অন্যরকম একটি গেটআপে দেখা যাবে। চলচ্চিত্রটির গল্প, গান, লোকেশন নির্বাচন সব মিলিয়ে ভিন্ন একটি ছবি দর্শকরা খুঁজে পাবেন।’

চলচ্চিত্রটিতে গান রয়েছে ৬টি। সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত এবং ব্যান্ডদল ‘শিরোনামহীন’ ও ‘চিরকুট’। কণ্ঠ দিয়েছেন অর্ণব, কনা, আসিফ আকবর, ন্যান্সি, অদিত, পড়শী, অন্বেষা দত্ত, এলিটা করিম, শোয়েব ও শিরোনামহীনের তুহিন।


Leave a reply