Select Page

প্রিভিউ : শুনি ‘সম্রাট’ ও ‘মেন্টাল’র গল্প

প্রিভিউ : শুনি ‘সম্রাট’ ও ‘মেন্টাল’র গল্প

samrat-mental

বছর ঘুরে আবারও ঈদ এসেছে। ঈদের সাথে ঈদের সিনেমাও এসেছে বছর ঘুরে। সংখ্যা এবার চার। এক দলে দুই সিনেমা, আরেক দলেও দুই সিনেমা। সিনেমাতে আবার দল এল কি করে? ভাবছেন নিশ্চয়। দুটি সিনেমা খাঁটি দেশি সিনেমা। আর বাকি দুটি সিনেমা যৌথ প্রযোজনার। লড়াই কি তাহলে এবার সমানে সমান?

দেশি জিনিস নিয়ে আগে কথা বলি। একটি সিনেমার নাম ‘সম্রাট’, আরেকটির নাম ‘মেন্টাল’ ওরফে ‘রানা পাগলা দ্য মেন্টাল’।

‘সম্রাট’ সিনেমার কারিগর হিসেবে আছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ‘প্রজাপতি’ আর ‘তারকাঁটা’ দিয়ে অনেকের দৃষ্টিকে আকর্ষিত করতে পারলেও, শেষ পর্যন্ত দর্শকের মন খুব একটা রক্ষা করতে পারেননি। ‘সম্রাট’ রাজের জন্য- দান দান তিন দান।

এবার তিনি নিয়েছেন বর্তমানে ঢাকাই সিনেমার অন্যতম সেরা জুটিকে- শাকিব খান ও অপু। ভিলেন হিসেবে আছেন যথারীতি মিশা সওদাগর। আর সেকেন্ড হিরোর ক্যারেক্টারে আছে কলকাতার ইন্দ্রনীল।

সিনেমার টিজার বেশ আগে বের হলেও, ট্রেলার সম্প্রতি বের হয়েছে। ট্রেলার দেখে বুঝা যাচ্ছে আন্ডারওয়ার্ল্ড সিনেমার দুই পক্ষের কাহিনী, এক পক্ষ আরেক পক্ষকে শেষ করে দেয়ার জন্য দ্বারস্থ হয় তৃতীয় পক্ষের। এই তিন সন্ন্যাসীর (!) গাঁজনের অবস্থা কি হবে সেটা সময়ই বলে দিবে। তবে সিনেমার ‘রাতভর’ গানটি-সহ বাকি গানগুলো বেশ সাড়া জাগিয়েছে। তবে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে শাকিবের লুক আর শাকিবের সাথে অপুর কেমিস্ট্রি।

samrat-shakib-apu

এবার একটু পাগলামিতে আসি মানে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ সিনেমাতে আসা যাক। যদিও সিনেমার কাজ শুরু হওয়ার আগে থেকেই এই সিনেমার নাম ‘মেন্টাল’ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের নিয়মের কারণে সিনেমার নাম পরিবর্তিত হয়ে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ হয়। সিনেমার কাজ শুরু হওয়ার সময় থেকেই এটি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে।

শাকিবের ডিফরেন্ট লুক, নতুন পরিচালক শামীম আহমেদ রনি, প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর তিশার বাণিজ্যিক সিনেমাতে কাজ করা, প্রথমবারের মতো কণ্ঠশিল্পী পড়শির সিনেমাতে কাজ করা, সাথে আরেকজন নায়িকা আঁচল থাকা, বিগ বাজেট- সব মিলিয়ে মেন্টাল হতে পারত এই ঈদের সবচেয়ে আকাঙ্ক্ষিত সিনেমা।

mental

তবে সিনেমার নাম, পরিচালক প্রযোজকের সাম্প্রতিক ফেসবুকের বিভিন্ন ধরনের কথাবার্তা থেকে এই সিনেমা সম্পর্কে আশাবাদী হওয়াটা একটু হলেও কম হয়ে যায়।

শেষ পর্ব : যৌথ প্রযোজনা ও দর্শক আকর্ষণ


মন্তব্য করুন