Select Page

‘রান আউট’র হল তালিকা

‘রান আউট’র হল তালিকা

Run Out directed by tonmoy tanen with sajal, mousumi naag, naila nayem (2)

তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’-এ অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা সজল মৌসুমী নাগ। নিউ জেন ইন্টারন্যাশনালের ব্যানারে দুই বছর আগে ছবিটির শুটিং শুরু হয়। রফিকুল ইসলাম পল্টুর গল্পে শুটিং হয় ঢাকা, চট্রগ্রাম, বান্দরবান ও মানিকগঞ্জে। শুক্রবার সিনেমাটি মুক্তি পেল।

প্রথম সপ্তাহে ৬০টির মতো হলে চলবে ‘রান আউট’। ইতোমধ্যে পরের সপ্তাহের জন্য ৩৩টি হল পাওয়া গেছে। আসুন দেখে নিই এ সপ্তাহের হল তালিকা—

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা, শ্যামলী সিনেমা হল, রাজমনি, আগমন, আজাদ, মিনি গুলশান ও মতিমহল (ডেমরা)।

ঢাকার বাইরে : চম্পাকলি (টঙ্গি), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), সাগরিকা (চালা), মমতাজ (সিরাজগঞ্জ), ছায়াবাণী (ময়মনসিংহ), শঙ্খ (খুলনা), বিজিবি (সিলেট), পূরবী (চট্টগ্রাম), চন্দ্রিমা (শ্রীপুর), দুলাল (ফেনী), বীনা (পাবনা), মধুবন (বগুড়া), রূপকথা (শেরপুর), মধুমতি (ভৈরব), কল্লোল (মধুপুর), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), অবসর (ভোলা), রাজমনি (বোরহানউদ্দিন), মালা (সান্তাহার), মুন (মুক্তাগাছা), হীরক (গোবিন্দগঞ্জ), প্রতিভা (রাজৈর), ছায়াবানী (নাটোর), তিতাস (পটুয়াখালী), মমতা (মাধবদী), সোহাগ (ঘোড়াশাল), লাকী (কোম্পানীগঞ্জ), অপর্না (খোকশা), বৈশাখী (কালুখালী), বসুন্ধরা (কুটিবাজার), আজাদ (পাতারহাট), বিজিবি (সরাইল ক্যান্টমেন্ট), আনন্দ (কুলিয়ারচর), মিলন (মাদারীপুর), ছন্দা (হাসনাবাদ), প্রিয়া (ঝিনাইদহ), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), বর্ণালী (নোয়াপাড়া), সখি (হোসেনপুর), সুমন (মঠখোলা), রক্সি (সাতক্ষীরা), সানলাইট (কাঞ্চন), উত্তম (ভোজেশ্বর), পলাশী (শিবচর), ময়ূরী (বাগআচরা), মনোরম (কাপাসিয়া) ও উর্বশী (ফুলবাড়ি)।

 


মন্তব্য করুন