দুর্দান্ত ট্রেলারে ’রান আউট’ বুঝে নিন
কিশোরকে সবাই খুঁজছে। সবার মাঝে একটা হিংস্র ভাব। রক্ত, খুনোখুনি চলছে চারদিকে। কিন্তু কিশোরকে চাই-ই চাই। কেউ তাকে মারতে চায়, কেউ বাঁচাতে। কে এ কিশোর? তাকে সবাই চেনেন। তার পর্দার বাইরের নাম সজল।
ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতাকে দ্বিতীয়বারের মতো পাওয়া যাচ্ছে বড়পর্দায়। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে। আর ট্রেলারে দেখা গেল একদম মারকুটে ভঙ্গিতে অন্য এক সজলকে দেখা গেল। ‘রান আউট’ নির্মাণ করেছেন তন্ময় তানসেন। দেখিয়ে দিলেন তার ক্ষমতা।
তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ট্রেলার সুনির্মিত। কাহিনী বলার কোনো তাড়াহুড়ো নেই। বরং সিনেমার জেনর চেনানো ও টুকরো টুকরো গল্প বলে আকর্ষণ বাড়ানোর চেষ্টা ছিল ষোল আনা। সে সফল নির্মাতা। এবার অপেক্ষা ট্রেলারে যা গর্জে তা সিনেমা হলে বর্ষে কি-না।
আশা করা যায় ফলাফল ইতিবাচকই হবে। কিন্তু তন্ময়ের কাছে প্রশ্ন— ট্রেলার রিলিজে এতো দেরি কেন? এটা প্রচারণা কৌশল হিসেবে ততটা ভাল নয়। তারপরও এতোমধ্যে ১০০ হল পেয়েছে সিনেমাটি। ‘১৮+’ প্রচারণার পাশাপাশি ভালো একটা গল্প পেলে দর্শক অবশ্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাবে।
সিনেমার কাহিনীতে দেখা যাবে— নয়টা থেকে পাঁচটা চাকরি, আঙ্গুল আর আঙ্গুলের ছোঁয়ায় প্রেমিকার ভালবাসা নিয়ে ভালোই কাটছিল কিশোরের সাধারণ জীবন। কিন্তু শহরে ঘটে যাওয়া এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু, কিশোরের জীবনকে আর সাধারণ থাকতে দেয় না, কিশোরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। যে জগতে তার ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হয়। মনের গহীন কোণে লুকিয়ে থাকা সেই অতীত জগতের আলো বারবার বুক ফুঁড়ে বেড়িয়ে আসতে চায়, হৃদয়ের কোণে উকি দেয় প্রেমিকা নীলার মুখখানা, ছোট্ট সুখের ঘরের স্বপ্ন। কিন্তু সব কিছুই চাঁপা পড়ে এই অন্ধকার জগতের কালির নিচে। যেখানে আইনও নিজেই নিজের উপর কালির প্রলেপ মেখে নিয়েছে। স্রোতের টানেই গা ভাসাতে হয় কিশোরকে। আর কিশোরের এ স্রোতের দিক নিয়ন্ত্রণ করে জেনিথ। কঠিন বাস্তবতা আর মানুষরূপী হায়েনার শিকার হয়েই জেনিথেরও এ জগতে ঠাই। জীবন সমুদ্রের অন্ধকার তলদেশে জেনিথ আর কিশোরের বিচরণ নিয়েই চলতে থাকে রানআউট।
ট্রেলার দেখে মনে হয়েছে এমন কাহিনীর সঙ্গে সবাই জমিয়ে অভিনয় করেছেন। এ ছাড়া লোকেশন, কালার গ্রেডিং ও ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত। এ্যাকশনে বাহুল্য নেই। অহেতুক উড়াউড়ি নেই। এটাই ভালো। আউটফিটও সময়োপযোগী। মজার বিষয় হল পুরোপুরি নায়লা নাঈমের আছরমুক্ত একটি ট্রেলার। এটা প্রায় অবিশ্বাস্য!
সিনেমাটিতে সজলের পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী নাগ, রোমানা স্বর্ণা ও ওমর সানিসহ অনেকে।