Select Page

অপু-ববিকে নিয়ে আবারো ব্যাংকক যাত্রা

অপু-ববিকে নিয়ে আবারো ব্যাংকক যাত্রা

3_290199লোকেশন হিসেবে ব্যাংকক শাকিব খানঅপু বিশ্বাসের জন্য নতুন কিছু নয়। অনেক সিনেমায় তাদের ব্যাংককে নাচতে-গাইতে দেখা গেছে। তবে ববির সঙ্গে এ জুটি একবারেই গিয়েছিলেন। সেই ‘হিরো দ্য সুপারস্টার’র শুটিংয়ে। তাও বছরখানেক আগের কথা। আবারো তারা ব্যাংককে যাচ্ছেন। খবর প্রথম আলো

এবারের উপলক্ষ্যে হিট পরিচালক বদিউল আলম খোকন পরিচালিত নতুন সিনেমা ‘রাজাবাবু-দ্য পাওয়ার’। ‘হিরো দ্য সুপারস্টার’র পরিচালকও ছিলেন তিনি। এটির মতো নতুন সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস ও ববি। মাস দুয়েক আগে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। কিছু দৃশ্য ও গানের দৃশ্য ধারণ এখনও বাকি রয়েছে। তাই ২৪ আগস্ট ব্যাংকক যাচ্ছে ‘রাজাবাবু’ টিম।

যে করেই হোক ঈদুল আজহায় ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ মুক্তি দিতে চাইছেন পরিচালক ও প্রযোজক। শাকিব খানও চাইছেন ঈদে ছবিটি মুক্তি পাক।


মন্তব্য করুন