Select Page

তিন বছরেও ভোলা গেল না

তিন বছরেও ভোলা গেল না

image_194769_0.binodon-news-photo-3-nirob-thanha-1

২০১৩ সালে শুরু হয়েছিল শুটিং। তারপর দ্বিতীয় বছর গড়িয়ে এলো তৃতীয় বছর- ২০১৫ সালের ২১ আগস্ট। ওই দিন উত্তরার দিয়াবাড়ীতে গানের শুটিংয়ের মাধ্যমে শেষ হয় ‘ভোলা তো যায় না তারে’র শ্যুটিং। রফিক শিকদারের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন চলচ্চিত্র নিরব, আদনান ফারুক হিল্লোল ও নবাগত তানহা

তবে গানের শুটিং বাকি থাকলেও থেমে ছিল না অন্যান্য কাজ। এ প্রসঙ্গে পরিচালক রফিক শিকদার এনটিভিবিডি-কে বলেন, ‘ছবিটির এডিটিং-ডাবিং শেষ করেছি কিছুদিন আগে। পুরো ছবি প্রস্তুত, এখন শুধু আজকের গানের অংশটা যোগ করলেই ছবিটি সম্পূর্ণ হবে। আশা করছি, চলতি মাসেই সেন্সরে ছবিটি জমা দিতে পারব।’

হিন্দু আর মুসলিম পরিবারের গল্প নিয়ে ছবিটির কাহিনী গড়ে উঠেছে। গল্পে দেখা যাবে, রুদ্রের সঙ্গে নীলাঞ্জনার প্রেম। কিন্তু ধর্মে রুদ্র মুসলিম আর নীলাঞ্জনা হিন্দু। তাদের প্রেম মেনে নেয় না গ্রামের মানুষ। বিয়ে হয়ে যায় নীলাঞ্জনার। এতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে রুদ্র। নিরব রুদ্র চরিত্রে অভিনয় করেছেন। তানহাকে দেখা যাবে নীলাঞ্জনা চরিত্রে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares