Select Page

‘পরবাসিনী’র জন্য তিন বছর বিদেশে ঈদ

‘পরবাসিনী’র জন্য তিন বছর বিদেশে ঈদ

10325180_10152072225637471_6910371236503530894_n

‘ছবিটির কাজ শুরু করার পর এই প্রথম আমি দেশে ঈদ করলাম। এর আগে তিন বছরে প্রতিদিন শুটিং করেছি।’— এভাবে নিজের পরিশ্রমের কথা জানান দিলেন সাইন্স ফিকশন চলচ্চিত্র ‘পরবাসিনী’ পরিচালক স্বপন আহমেদ

সম্প্রতি ছবিটির সম্পাদনা শেষে দেশে ফিরেছেন তিনি। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডে জমা পড়বে ছবিটি। কোরবানি ঈদের পর ছবিটি দেশে ও ভারতে একসাথে মুক্তির কথা জানান ছবির পরিচালক।

টানা তিন বছর চলেছে ছবির শুটিং। ছবিটির বাজেটও তুলনামূলকভাবে বেশি। আমাদের চলচ্চিত্রে বাজারের জায়গা থেকে চলচ্চিত্র কতটা ব্যবসাসফল হবে? এ প্রশ্নের উত্তরে ইত্তেফাককে স্বপন বলেন, ‘আমাদের দেশের দর্শক এখন অনেক আপডেটেড। হলিউডের অনেক সাইন্স ফিকশন চলচ্চিত্র দর্শক দেখেছেন। সেই জায়গা থেকে আমি চাই না কম বাজেটে বা কম সময়ে আমার চলচ্চিত্র দেখে তারা হতাশ হোক। তাই ভালো বাজেট ও সময় নিয়ে আমি চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক ব্যবসার কথা চিন্তা করলে ব্যবসাসফল অবশ্যই হবে। কারণ দেশের বাইরেও আমরা ছবিটি রিলিজ দিচ্ছি। তাই ব্যবসা করা কোনো সমস্যা হবে না।’

‘পরবাসিনী’র নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশী বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী রিত মজুমদারকে। ইমনের বিপরীতে তাকে দেখা যাবে। উর্বশী রাওতেলাকেও ছবিটির আইটেম গানে দেখা যাবে। আরো অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়াসহ দেশ-বিদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী।


Leave a reply