Select Page

টাইটেল ট্র্যাকে পদ্ম পাতার জল

টাইটেল ট্র্যাকে পদ্ম পাতার জল

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে খানিকটা আলাদা ‘পদ্ম পাতার জল’। প্রচার-প্রচারণা থেকে এমনই ধারণা দিচ্ছে নির্মাতা তন্ময় তানসেনের অভিষেক সিনেমাটি।

কয়েকদিন আগে মুক্তি পায় সিনেমাটির ভিন্নধর্মী ফার্স্টলুক। বৃহস্পতিবার রাতে অনলাইনে প্রকাশ পেল ‘পদ্ম পাতার জল’ এর টাইটেল ট্র্যাক। প্রচলিত সিনেমার গানের চেয়ে খানিকটা আলাদা এটি। তাই পেয়েছে বিশেষ মনোযোগ।

টাইটেল ট্র্যাকটি তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। লিখেছেন ব্যান্ডটির সদস্য কাজী শাফিন আহমেদ, কন্ঠ দিয়েছেন আরেক সদস্য তানজির তুহিন। কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। গানটিতে শিরোনামহীনের পুরানো কাজের ছাপ স্পষ্ট। তাদের নিয়মিত শ্রোতাদের এমনিতে মুগ্ধ করবে। তবে কম্পোজিশন ও দৃশ্যায়ন মিলিয়ে ভিন্নধর্মী কিছু পছন্দ করে– এমন দর্শকের মনে ছাপ ফেলবে।

এতে ভিন্ন ভিন্ন লোকেশন মিমইমনকে শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে। যাতে আছে পাহাড়, সমুদ্র ও পুরাকীর্তি।

রিলিজের ৮ ঘণ্টার মধ্যে ফেসবুকে বেশ পজেটিভ রিভিউ পেয়েছে গানটি। বিশেষ করে মিমের উপস্থাপন নিয়ে অনেকে উচ্ছসিত।

 


মন্তব্য করুন