Select Page

গানঃ বাজে ছেলে দ্য লোফার

গানঃ বাজে ছেলে দ্য লোফার

Baje Chhele The Loafer bangla film with bappy bipasha kabir arshi potrali dipali directed by monirul islam sohel abdur rahim babu (2)মনিরুল ইসলাম সোহেল পরিচালিত প্রথম চলচ্চিত্র স্বপ্ন যে তুই। দ্বিতীয় ছবিতে আর একা থাকেননি তিনি, জুটি বেঁধেছেন আবদুর রহিম বাবুর সাথে – দুজনের মিলে নাম নিয়েছেন ‘সোহেল বাবু’। এই জুটির প্রথম চলচ্চিত্র বাজে ছেলে দ্য লোফার। অভিনয় করেছেন বাপ্পী, বিপাশা কবির, দিপালী, পত্রালী, জেনেট, আরশি, মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ। ছবি মুক্তির আগেই ছবির গান ইউটিউবে পরিবেশন করেছে লাইভ টেকনলজিস লিমিটেড।  বিএমডিবি-র পাঠকদের জন্য সবগুলো গান একত্রে এখানে উপস্থাপন করা হল।

টাইটেলঃ এসো মনের ঘরে
গীতিকারঃ কবির বকুল
সুরকারঃ শওকত আলী ই্মন
শিল্পীঃ আহমেদ তৌসিফ ও কেয়া
অভিনয়েঃ বাপ্পী ও পত্রালী

আইটেম গানঃ ধোঁয়া ধোঁয়া আলো আধারে
শিল্পীঃ রুমা রহমান, অভি হাসান
গীতিকারঃ কবির বকুল
সুরকারঃ শওকত আলী ইমন
অভিনয়েঃ বিপাশা কবির, বাপ্পী

 


মন্তব্য করুন