Select Page

অক্টোবরে আসছে ‘উধাও’

অক্টোবরে আসছে ‘উধাও’

525543_591477570866291_544450509_nঅমিত আশরাফ পরিচালিত  অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘উধাও‘, যার ইংরেজি টাইটেল ‘রানঅ্যাওয়ে’। দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়ে নামও কামিয়েছে বেশ। এই অক্টোবরে ছবিটি দেশে মুক্তি পেতে যাচ্ছে। ছবির পরিচালক ফেসবুকের মারফত তাই জানালেন।

তিনি জানান, ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর।

এই ছবিতে অভিনয় করেছে- অনিমেষ আইচ, শাহেদ আলী, নওশাবা, ঋতু সাত্তার, শাহিন আক্তারমনির আহমেদ

সিনেমাটির কাহিনী গড়ে ওঠেছে বাবু নামে এক রিক্সাওয়ালাকে কেন্দ্র করে। তার জীবন দর্শন, কামনা-বাসনা, এমনকি তার জীবনযুদ্ধও এতে উঠে এসেছে। ২০০৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। দুই বছরের মতো  সময় নিয়ে ছবিটির কাজ শেষ করা হয়।

সুইডেনে অনুষ্ঠিত গোটেবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ছবিটির প্রথম প্রদর্শনী হয়েছে।  ছবিটি মোট ২০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে নমিনেশন পেয়েছে ১০ টি। যার মধ্যে ৭ টি তেই পুরস্কার জিতেছে।

পুরস্কারগুলো হলো পর্তুগাল আন্ডারগ্রাউন্ড ফিল্ম ফেস্টিভাল (বেস্ট ফিচার), অ্যাকশান অন ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (বেস্ট সিনেমাটোগ্রাফি),  লুগন ফিল্ম ফেস্টিভাল (বেস্ট ফিচার- ন্যারেটিভ),  বাটার কর্ণ ফিল্ম ফেস্টিভাল (বেস্ট ইন ফেস্ট), কানাডা ইন্টার‌্ন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (রাইজিং স্টার আওয়ার্ড) ও লা নিউ ওয়েভ ফিল্ম ফেস্টিভাল (অনারেবল মেনশন)।

এছাড়া গ্রান্ট পেয়েছে দুটি- গোটেবার্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ও পিআইএফভিএ।

অনলাইনে ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে বেশ কয়েক মাস আগে। ভিন্ন ধাঁচের ছবিটি নিয়ে অনলাইনে দর্শকদের মধ্যে আগ্রহ আগ্রহ লক্ষ্য করা গেছে।


মন্তব্য করুন