Select Page

‘অজ্ঞাতস্থান’ থেকে ‘প্রকাশ্যে’ অপু!

‘অজ্ঞাতস্থান’ থেকে ‘প্রকাশ্যে’ অপু!

apu-biswash

দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সবার থেকে আড়ালে রয়েছেন অপু বিশ্বাস। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এবার আড়াল থেকেই এ নায়িকা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন।

ক্যারিয়ারের একদশক পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি মোবাইলে সাংবাদিকদের সংবাদ সম্মেলনের খবরটি এ তারকা নিজেই জানিয়েছেন।

তবে সংবাদ সম্মেলনের বিষয়টি জানালেও নিজের অবস্থানের কথা জানাননি এ নায়িকা।

উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘কাল সকালে’র মাধ্যমে ঢালিউডে পা রাখেন অপু বিশ্বাস। নায়িকা হিসেবে তাকে প্রথম দেখা যায় ২০০৬ সালে মুক্তি পাওয়া এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এরপর তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি।

এদিকে বহু ছবিতে অভিনয় করা শাকিব খানও চান অপু আবার ফিরে আসুক। অপুর প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যে তিনি তার ঘনিষ্ঠ পরিচালক-প্রযোজকদের সঙ্গে মিটিংও করেছেন বলে জানা গেছে। এবারে ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব-অপু জুটির ৭২তম চলচ্চিত্র ‘সম্রাট’।

কয়েকদিন আগে শাকিব জানিয়েছিলেন একবছর পর চলচ্চিত্রে ফিরবেন অপু। তখন তিনি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দেননি। এমনকি অপুর অসমাপ্ত ছবিগুলো নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি।

এদিকে অনেকেই বলছেন, অপু প্রকাশ্যে আসবেন কিনা এটা নিশ্চিত নন। এমন ঘোষণা প্রচারণায় থাকার অংশও হতে পারে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares