Select Page

অটিস্টিক চরিত্রে নতুন নায়িকার সঙ্গে

অটিস্টিক চরিত্রে নতুন নায়িকার সঙ্গে

saymon-tanisha১৪ অক্টোবর সাইমন সাদিক অভিনীত ‘চোখের দেখা’ মুক্তি পাচ্ছে। সে সিনেমা মুক্তির আগেই নবাগত নায়িকা নিয়ে এলো নতুন ঘোষণা। আর তাতে নায়ক-নায়িকা দুইজনকেই দেখা যাবে অটিস্টিক চরিত্রে।

প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্লানেটের ব্যানারে নির্মিত হতে যাওয়া এ ছবিটির নাম প্রাথমিকভাবে ‘শিরোনামে তুমি’ রাখা হয়েছে। তবে এ নাম পরিবর্তন হতেও পারে।

সিনেমাটিতে সাইমনের বিপরীতে আছেন তানুশা।

নতুন এ ছবিটি প্রসঙ্গে সাইমন যুগান্তরকে বলেন, ‘ছবিটির গল্প যখন আমার সঙ্গে শেয়ার করা হয় তখনই মনে ধরেছিল। বেশ গোছানো ও মৌলিক রোমান্টিক একটি গল্প। যেখানে আমি অটিস্টিক ছেলের ভূমিকায় অভিনয় করব। এতে আমার বিপরীতে তানুশা নামের যে মেয়েটি অভিনয় করবে তার চরিত্রটিও অটিস্টিক। আশা করি ভালো কিছু হবে।’

এদিকে তানুশা বলেন, ‘প্রথম চলচ্চিত্রে সাইমন ভাইয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। এতে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। আশা করি, নতুন হিসেবে দর্শকদের পূর্ণ সমর্থন পাব।’

এছাড়া সাইমনের আরেক নায়িকা হিসেবে অভিনয় করবেন চিত্রনায়িকা কেয়া। শিগগিরই পরিচালক নির্বাচন করে ‘শিরোনামে তুমি’র শুটিং শুরু করা হবে বলে জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares