Select Page

অটিস্টিক শিশুদের নিয়ে আরও এক সিনেমা

অটিস্টিক শিশুদের নিয়ে আরও এক সিনেমা

Purnima

মুক্তির মিছিলে আছে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’। সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’র নির্মাণ প্রক্রিয়ার শেষ দিকে। অটিস্টিক শিশুদের নিয়ে নির্মিত দুই সিনেমায় আছেন জনপ্রিয় তারকারা। আর পাইপ লাইনে আছে ‘বদ্ধ দরজা’। সিনেমাটির বড় চমক হলেন পূর্ণিমা

মাতৃত্বজনিত বিরতির পর নাজিম শাহরিয়ার জয়ের দ্বিতীয় সিনেমাটি দিয়ে কামব্যাক হবে জনপ্রিয় এ নায়িকার। ‘বদ্ধ দরজা’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ প্রসঙ্গে রোববার দুপুরে পূর্ণিমা প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে জয় ভাইয়ের সঙ্গে সিলেটে একটি নাটকের শুটিং করেছি। সেখানেই এই ছবির ব্যাপারে আলাপ হয়। ছবির গল্প-ভাবনা আমার ভালো লাগায় কাজটি করতে রাজি হই।’

অস্টিটিক শিশুদের নিয়ে বিশ্বের অন্যান্য দেশে সিনেমা হলেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এমন কিছু হচ্ছে। ২০১৫ সালে হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে মঞ্চে আসে নাটক ‘নদ্দিউ নতিম’। বিশেষ শিশুদের নিয়ে নির্মিত নাটকটি বেশ প্রশংসা পেয়েছে।


মন্তব্য করুন