Select Page

অডিওতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’

অডিওতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’

image_1532_367819.gifআলোচিত চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী‘র বেশ ক’টি গান জনপ্রিয় হয়েছে। এরমধ্যে একটি গান নিয়মিত টেলিভিশনের পর্দায়ও প্রদর্শিত হচ্ছে। এবার ছবিটির অডিও অ্যালবাম প্রকাশ হচ্ছে। এটি বাজারে আনছে লেজার ভিশন।

জানা গেছে, আগামী ৫ অক্টোবর ঈদ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটির গানের অ্যালবাম বাজারে আসছে। ছবিটির সবক’টি গান লিখেছেন কবির বকুল। অ্যালবামে মোট ৯টি গান থাকবে। ৮টিরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। এছাড়া  ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানটির সঙ্গীত করেছেন কৌশিক হোসেন তাপস।

রুম্মান রশীদ খানের চিত্রনাট্য নিয়ে নির্মিত ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে।

এতে অভিনয়ে শাকিব খান, জয়া আহসান আরেফিন শুভ


মন্তব্য করুন