Select Page

অদৃশ্য শত্রু

অদৃশ্য শত্রু

59782_e9বাংলাদেশের কনিষ্ট দুই পরিচালকের চলচ্চিত্রের নাম ‘অদৃশ্য শত্রু’। পরিচালকদ্বয় হলেন আকিব ও মাশরুর পারভেজ।

নতুন নায়িকা প্রিয়া আমানের সঙ্গে এ ছবিতে জুটিবদ্ধ হলেন জায়েদ খান।

ছবিটিতে দুই ধরণের গেটআপ নিয়ে হাজির হবেন জায়েদ খান।

চলচ্চিত্রটি প্রযোজনা করছেন মাসুদ পারভেজ।

কাহিনী সংক্ষেপ: পুলিশ কমিশনার সোহেল রানার অভিযানে মৃত্যু হয় জায়েদের নিরপরাধ বাবার। এ ঘটনার প্রতিশোধ নিতে ছদ্মবেশে সোহেল রানার মন জয় করে তার বাসায় আশ্রয় নেয় জায়েদ। এক সময় তার মেয়েকে প্রেমে ফেলে তাকে গোপন স্থানে লুকিয়ে রাখে। কিন্তু সোহেল রানা কোনোভাবেই জায়েদ খানকে সন্দেহ করতে পারে না। টান টান উত্তেজনায় ঘটন-অঘটনের মধ্য দিয়ে এগোয় গল্প।

সুত্র: বাংলাদেশ প্রতিদিন 


মন্তব্য করুন