Select Page

অনন্ত জলিলের ওয়েবসাইট

অনন্ত জলিল একাধারে একজন শিল্পপতি, সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন), জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক এবং একজন সমাজসেবক। সমপ্রতি এ তারকা ব্যক্তিত্বের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে।

অনন্তের এ ওয়েবসাইটের ঠিকানা www.anantajalil.co। এর মাধ্যমে অনন্ত জলিল সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং একই সঙ্গে তার ভক্ত, দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এ ওয়েবসাইট থেকে তার সাম্প্রতিক সব তথ্যসহ আসন্ন সব তথ্য পাবেন। এমনকি এ ওয়েবসাইট থেকে তার সব ভক্ত, দর্শক অনন্ত জলিলের সোশ্যাল লিঙ্ক ফেসবুক, টুইটার, লিংকড-ইন, গুগল প্লাস ও ইউটিউব একাউন্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন।


মন্তব্য করুন