Select Page

অনন্ত জলিলের ‘দ্বীন দ্য ডে’তে ইরানি পরিচালক, ডিসেম্বরে শুটিং

অনন্ত জলিলের ‘দ্বীন দ্য ডে’তে ইরানি পরিচালক, ডিসেম্বরে শুটিং

# ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘দ্বীন দ্য ডে’ পরিচালনা করবেন ইরানের মুর্তজা অতাশ জমজম
# অনন্ত-বর্ষার পাশাপাশি থাকছেন নতুন নায়ক সুমন ফারুক। আরও থাকবে দেশি-বিদেশি অভিনয়শিল্পী
# শুটিং শুরু হবে ডিসেম্বরে, নভেম্বরে হবে মহরত
# ইরান, লেবানন ও সিরিয়ার দৃশ্য দেখা যাবে এতে
# ইসলামকে শান্তির ধর্ম হিসেবে চিত্রায়িত করা হবে

শেষ হচ্ছে অপেক্ষা, নতুন ছবির কলাকুশলীর নাম ঘোষণা করতে চলেছেন অনন্ত জলিল। অনেক দিনের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন ‘দ্বীন দ্য ডে’ নামের ছবি নিয়ে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে। পরিচালনা করবেন ইরানের স্বনামধন্য পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ থেকেও একজন পরিচালক থাকবেন। ছবিতে বাংলাদেশ থেকে অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। তাদের সঙ্গে ছবির নতুন আকর্ষণ হিসেবে দেখা যাবে সুমন ফারুককে।

বাংলাদেশের পাশাপাশি ইরানেরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও এ ছবিতে অভিনয় করবেন। এছাড়া লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর ছবিটিতে অভিনয় করার কথা রয়েছে।

একইভাবে নতুন মুখ খোঁজার জন্য অনন্ত জলিল এবং বর্ষা আয়োজিত ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার বেশ কিছু শিল্পীকেও দেখা যাবে এই সিনেমায়।

এ বিষয়ে চুক্তি সম্পাদিত হয়েছে গত ১৮ অক্টোবর। ইরানের রাজধানী তেহরানের বিখ্যাত এসপিনাস প্যালেস হোটেলে এ চুক্তি সম্পাদিত হয়। এ সময় ছবির নতুন হিরো সুমন ফারুক, ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম, ঢাকাস্থ ইরানিয়ান কালচারাল সেন্টারের সাবেক কাউন্সেলর সাইয়্যেদ হুসাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ এবং অনন্ত জলিল উপস্থিত ছিলেন।

অনন্ত জলিলের ব্যক্তিগত মেকআপম্যান ও মনির বিউটি লাইঞ্জের কর্ণধার মনির হোসেন জানান, ছবিটির শুটিং ডিসেম্বরের ২০-২৫ তারিখের মধ্যেই শুরু হবে। নভেম্বরের শেষদিকে হবে মহরত।

ইরানি ও আরবিয় অ্যাকশনের মিশেলে নির্মিত এ ছবিটি অনন্ত জলিলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ।

তিনি বলেন, ছবিটির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ইরানের বিভিন্ন সিনেমা হল ও বিভিন্ন দেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, বাংলাদেশের পাশাপাশি গল্পের প্রয়োজনেই ‘দ্বীন দ্য ডে’ ছবির শুটিং হবে ইরান, লেবানন ও সিরিয়ায়। ইরানের বিখ্যাত নগরী ইস্পাহান, শিরাজ থেকে শুরু করে লেবাননের বৈরুতের অসাধারণ দৃশ্য যেমন দেখা যাবে, তেমনিভাবে আইএসআই জঙ্গিদের হাতে ধ্বংসপ্রাপ্ত সিরিয়ার দামেস্কের আশেপাশের বিভিন্ন শহর, আলেপ্পো, হাম্মাম নগরীর হৃদয়বিদারক দৃশ্য দেখেও শিহরিত হবেন দর্শকরা।

দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ইরানি পরিচালকের নির্মাণে ও গল্পের অসাধারণ বিন্যাসের মধ্য দিয়ে অ্যাকশনধর্মী এই ছবিটি ইসলামের মূলশিক্ষা ‘শান্তি ও পারস্পারিক বন্ধুত্ব’ এবং বিশ্বব্যাপী ইসলামের মহান বাণী প্রচার করবে।

আইএসআই জঙ্গিদের বিশ্বব্যাপী বীভৎস সন্ত্রাসের বিরুদ্ধে এবং ইসলামের নামে সকল প্রকার ধর্মীয় সন্ত্রাস ও উস্কানির বিরুদ্ধে সোচ্চার ভূমিকার চিত্র দেখা যাবে ছবিটিতে। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে ইসলামে সবার সমান অধিকারের বিষয়টিও ছবিতে ফুটে উঠবে।

সূত্র : জাগো নিউজ


১ টি মন্তব্য

  1. অনন্ত জলিল ও বর্ষার বড় পর্দায় ফেরার অপেক্ষায় প্রহর গুনছে দর্শক। দুর্দান্ত অ‍্যাকশন ও থ্রিলারধর্মী হলিউড ধাঁচের সিনেমা হলো ‘ দিন- দ‍্য ডে ‘। নানা ধরণের ভুল মতবাদে আসক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠী দমনে অংশগ্রহণ করতে দেখা যাবে অনন্ত জলিলকে। অ‍্যাকশনের পাশাপাশি থাকবে পারস‍্য সভ‍্যতার আমেজ-ইমেজ। এশিয়া,ইউরোপ, আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া – এ পাঁচটি মহাদেশের প্রায় ৮০টি দেশে একযোগে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্রটি। এ ছবিতে নেত্রীর ভূমিকায় থাকবেন বর্ষা আর অনন্ত থাকবেন তার বডিগার্ড। বাংলাদেশসহ আফগানিস্তান, ইরান ও তুরস্ক এই চার দেশ মিলিয়ে ছবিটির পর্দায় উঠে আসবে লোমহর্ষক প্রেক্ষাপট। আসন্ন ঈদুল আজহায় শুভমুক্তি পাবে সিনেমাটি। এটি হলো বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের মুভি। জলিল বরাবরই একাই একশোর ভূমিকায়। এক সিনেমায় সব ধরণের কাস্টিংয়ে সে দারুণ পারদর্শী। বর্ষা নায়িকা হিশেবে খুবই আবেদনময়ী। বর্ষা- জলিল জুটি শুরু থেকে যে সিনেমায় হাত দিয়েছে সেখানেই সফল হয়েছে।

মন্তব্য করুন