Select Page

অনন্য মামুনেন ‘রোমান্স’

অনন্য মামুনেন ‘রোমান্স’

61789_e6মোস্ট ওয়েলকাম‘ চলচ্চিত্রে একটি স্বতন্ত্র নির্মাণশৈলী নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক অনন্য মামুন। নির্মাণাধীন আছে দুটো ছবি। এবার আসছেন তার পরিচালিত চতুর্থ ছবি নিয়ে। নতুন ছবিটির নাম ‘রোমান্স ‘।

এই ছবিতে তিনি উপহার দিচ্ছেন টেলিভিশনের শক্তিমান অভিনেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে মারজান ও দুর্জয় নামে একজোড়া নতুন মুখ।

ইতিমধ্যে তিনজনকেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করেছেন পরিচালক অনন্য মামুন।

মামুন জানান, অন্যরকম একটি প্রেমের গল্প নিয়ে ‘রোমান্স’-এর শুটিং সহসাই শুরু হবে।

বর্তমানে তিনি অনন্ত‘র সঙ্গে যৌথভাবে নির্মাণ করছেন ‘মোস্ট ওয়েলকাম টু’ এবং এককভাবে নির্মাণ করছেন ‘কাছে এসে ভালোবাসো’।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন