Select Page

অনন্য মামুনের জন্য নাচলেন রাখী

অনন্য মামুনের জন্য নাচলেন রাখী

ami-tomar-hote-chai

অনন্য মামুনের ঘোষণা মতোই নাচলেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। তবে বাংলাদেশে নয়. ২৩ জুন ‘আমি তোমার হতে চাই’র গানটির শুটিং শুরু হয় নেপালে।

ঢাকায় দৃশ্যায়নের কথা থাকলেও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতিপত্র হাতে না পাওয়ায় আসতে পারেননি রাখী। তবে ছবির পুরো ইউনিট নেপালে। আর ভারত থেকে সেখানে গিয়েই নাচলেন বলিউডের এই অভিনেত্রী।

গানটির শিরোনাম ‘ডিজিটাল প্রেম’। কথা লিখেছেন মাহমুদ জুয়েল, সুর-সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী মমতাজ। নৃত্য পরিচালনা করছেন তানজিল।

‘আমি তোমার হতে চাই’ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পি চৌধুরী। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সানজু জন, দিপালী আক্তার তানিয়া ও মিশা সওদাগর। ‘আমি তোমার হতে চাই’ ছবির কাহিনী লিখেছেন বিলিয়ান বিপ্লব, সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি ও অনন্য মামুন।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares