Select Page

অনন্য মামুনের সিনেমায় পরী মনি

অনন্য মামুনের সিনেমায় পরী মনি

anonno mamun-pori moni

অস্তিত্ব’র পোস্ট প্রডাকশন শেষ না হতেই নতুন সিনেমায় নেমে পড়লেন অনন্য মামুন। আর সিনেমাটিতে অভিনয় করবেন হালের সেনসেশন পরী মনি। বৃহস্পতিবারের দুটি ফেসবুক পোস্ট থেকে তার আভাস পাওয়া গেল।

রাত সাড়ে ১০টার দিকে একটি সেলফি পোস্ট করে অনন্য জানান, তিনি রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে। ক্যাপশন লিখেন, ‘নিউ প্রজেক্ট কামিং আপ’।

সাড়ে ১২টায় আরেকটি ছবিতে তাকে পরী মনির সঙ্গে দেখা যায়। ক্যাপশন ‘সাকসেসফুল।’

তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এ পরিচালক।

বর্তমান সময়ের পরিশ্রমী পরিচালকদের অন্যতম অনন্য মামুন। নানা প্রতিকূলতা সত্ত্বেও একের পর এক সিনেমা নির্মাণ করছেন। শিগগির আসছে তার নতুন সিনেমা ‘অস্তিত্ব’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান ইতিবাচক সাড়া পেয়েছে।

এ দিকে শুক্রবার মুক্তি পাচ্ছে পরী অভিনীত ‘পুড়ে যায় মন‘।


মন্তব্য করুন