Select Page

অনিশ্চিত ‘রান’

অনিশ্চিত ‘রান’

b-21

অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির ‘রান‘ ছবিতে আর অর্থলগ্নি করছে না প্রযোজনা প্রতিষ্ঠান। তাই বেশ হইচই ফেলে দেয়া চলচ্চিত্রটির ভবিষ্যত এখন অনিশ্চিত।

একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান সিনেমা হাউস লিমিটেডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

শোনা যাচ্ছে চলচ্চিত্রটির পেছনে এরই মধ্যে প্রায় ১৬ কোটি টাকা খরচ করে ফেলেছেন মিমি। আর এত টাকা খরচ করে নাকি মাত্র ২০ মিনিটের ফুটেজ পাওয়া গেছে।

আরো শোনা যাচ্ছে, চলচ্চিত্রটির বাকি কাজ মিমি নিজের টাকায় শেষ করার নাকি উদ্যোগ নিয়েছেন।

মুহম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’ উপন্যাস অবলম্বনে ‘রান’ চলচ্চিত্রটির নির্মাণ করছিলেন মিমি। আজাদ আবুল কালামের চিত্রনাট্যে ‘রান’ চলচ্চিত্রটিতে কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াংশু চ্যাটার্জি ছাড়াও আফজাল হোসেন, মেঘনা, ইন্তেখাব দিনার, সানজিদা প্রীতি, রাহুল আনন্দসহ অনেকেই অভিনয় করছেন।


মন্তব্য করুন