Select Page

অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের দুই ছবি একদিনে, জেনে নিন হল তালিকা

অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের দুই ছবি একদিনে, জেনে নিন হল তালিকা
দুই ছবির পোস্টার

লাল মোরগের ঝুঁটিকালবেলা। অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধের এ দুই ছবি মুক্তি পেতে যাচ্ছে একইদিন, ১০ ডিসেম্বর।

দেশের ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’।

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি ২০১৪-১৫ অর্থ বছরে সরকারি অনুদান পায়। ২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পের এই ছবির।

জানা গেছে, রাজধানীর পাঁচটিসহ নারায়ণগঞ্জের করে প্রেক্ষাগৃহে মুক্তি চূড়ান্ত হয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’।

রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখাসহ যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাবে ছবিটি।

‘লাল মোরগের ঝুঁটি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক বেপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরী, অনন্ত মুনির, সৈকত, যুবায়ের, আশেক-মাশেক, মতিউল আলম, হাসিমুনসহ কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

অন্যদিকে মুক্তিযোদ্ধা, বরেণ্য চলচ্চিত্রকার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক সাইদুল আনাম টুটুলের সর্বশেষ চলচ্চিত্র‌ ‘কালবেলা’।

চলচ্চিত্রটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং প্রযোজনা সংস্থা আকারের ব্যানারে নির্মিত।

চলচ্চিত্রটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের চার আউলেট ও ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন মোট ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনুর আলম তানভীরসহ অনেকে।


মন্তব্য করুন