Select Page

অনেক চমক নিয়ে ‘বিউটি সার্কাস’ টিজার

অনেক চমক নিয়ে ‘বিউটি সার্কাস’ টিজার

# সার্কাস নিয়ে সিনেমা ‘বিউটি সার্কাস‘। শুরু থেকে দর্শকের আগ্রহ সিনেমাটির প্রতি। টিজার তা ধরে রেখেছে
# বৃহস্পতিবার রাতে এসেছে ভিডিওটি। পাচ্ছে প্রশংসাও
# জয়া আহসানসহ প্রতি চরিত্রটি বেশ চমক নিয়ে হাজির

মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ সিনেমার টিজার প্রকাশ হলো বৃহস্পতিবার রাতে। বেশ আগে শুটিংয়ের কিছু স্থিরচিত্র প্রকাশ করে চমকে দেন এ নির্মাতা। এবার ৫৫ সেকেন্ডের টিজারে উত্তেজনা বাড়ল।

বাংলাদেশে অনেক ধরনের গল্পে সিনেমা হলেও এই প্রথম সার্কাস নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে দর্শক। সেই কারণে তারা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

টিজারে টুকরো টুকরো দৃশ্য জোড়া লাগিয়ে থ্রিলের আবহ তৈরি করেছেন মাহমুদ দিদার।

সার্কাসের দুর্ধর্ষ পারফর্মে জয়া আহসান নতুন কিছু দেখাবেন তা জানারই কথা। টিজারে তার এন্ট্রি দৃশ্যে কবুতর উড়া ‘ওয়াহ!’ বলতে বাধ্য করবে।

এছাড়া তৌকীর আহমেদ, ফেরদৌস, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুকে পাওয়া গেছে এ ভিডিওতে। তাদের সম্পর্কে কয়েক মুহূর্তে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন মাহমুদ দিদার। সেখানেও আগ্রহ জিইয়ে থাকে।

তবে মনে হয়, টিজারের শেষ দিকে জয়ার ‘আই লাভ ইউ’ সংলাপটি আরেকটি জোরালো হলে ভালো হতো। তার অভিব্যক্তির সঙ্গে মানানসই লাগেনি। তবে অপেক্ষা করা যাক- আসলে কী দেখাতে চেয়ে নির্মাতা।

সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কােস’-এর শুটিং শুরু হয় ২০১৬ সালে। গত বছরও চলেছে শুটিং। সত্যিকারের সার্কাস দলের সাথে তার কাজ করেছেন নওগাঁ ও মানিকগঞ্জে।


মন্তব্য করুন