Select Page

‘অন্তর্জাল’-এর পিছিয়ে যাওয়া যে বার্তা দিচ্ছে

‘অন্তর্জাল’-এর পিছিয়ে যাওয়া যে বার্তা দিচ্ছে

তৃতীয়বারের মতো পেছাল দীপংকর দীপনের ‘অন্তর্জাল’। অবশ্য একই নির্মাতার আগের দুই সিনেমাও বারবার একই জটিলতায় পড়েছিল। তবে ‘অন্তর্জাল’-এর শেষ দফায় পিছিয়ে যাওয়াটি বিশেষ বার্তা দিচ্ছে।

কোরবানির ঈদে জোর প্রচারণা চালিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে এসেছিল বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন অভিনীত ছবিটি। এরপরই ঘোষণা করা হয় নতুন মুক্তির তরিখ—৮ সেপ্টেম্বর। চার দিন আগে ফের পিছিয়ে গেল ছবিটি। আগের দুইবার বলা হয়েছিল, শুটিং ও গ্রাফিকস অসম্পূর্ণ থাকায় মুক্তি দেয়া যায়নি। এছাড়া ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল পিছিয়ে আসার কারণ। এবারের কারণ হলো ভারতীয় সিনেমা ‘জাওয়ান’।

২০২১ সালের ১১ আগস্ট শুরু হয় সাইবার ক্রাইম নিয়ে নির্মিত ছবিটি। কাস্টিংয়ে বড় নাম, পরিচালক ও বড় বাজেট—সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকমহলে শুরু থেকে তুমুল আগ্রহ। ‘অন্তর্জাল’-এর প্রথম লুক প্রকাশের পর বেশ আলোচনাও তৈরি হয়।

পরিচালক মে মাসে জানিয়েছিলেন কোরবানির ঈদে মুক্তি দেবেন ছবিটি। সেভাবে প্রচার-প্রচারণার জন্য সময় রাখেন অভিনেতা-অভিনেত্রীরা। ১৮ জুন ছবির প্রথম গান ‘বলে দিলেই তো হয়’ প্রকাশিত হয়। শিল্পীরা গণমাধ্যমে ছবিটির প্রচারণায় হাজির হয়েছেন বেশ কয়েকবার।

কিন্তু ঈদের ঠিক এক সপ্তাহ আগে [২১ জুন] জানা যায়, ছবিটি ঈদে মুক্তি পাবে না। পরিচালক দীপংকর দীপন তখন বলেছিলেন, ছবির সম্পাদনার আরো কিছু কাজ বাকি। দর্শককে ভালো কিছু উপহার দিতে চাই। ৮ সেপ্টেম্বর মুক্তির সব কার্যক্রমও শেষের পথে ছিল। পরিবেশকদের সঙ্গে কথা বলা, এমনকি প্রমোশনের জন্য নতুন একটি গানের শুটিংও করা হয়েছিল।

গতকাল প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন ৮ সেপ্টেম্বর ছবিটি মুক্তি দেবেন না। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগেই খবরটি ছড়িয়ে পড়ে।

কারণ ‘জওয়ান’, ৭ সেপ্টেম্বর শাহরুখ খান অভিনীত ছবিটি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে। এই ছবির দাপটে কোণঠাসা দেশীয় ছবিটি। প্রথমে লড়ে যাওয়ার কথা বললেও পরে প্রদর্শকদের চাপে পিছিয়ে গেল ‘অন্তর্জাল’। সংশ্লিষ্টরা দুই সপ্তাহ পেছালেও শুরুতে তিন সপ্তাহের কথা বলেছিলেন প্রদর্শকরা, এমনই শোনা যাচ্ছে। তবে গতকাল এক অনুষ্ঠানে দুই সপ্তাহ পিছিয়ে ২২ সেপ্টেম্বর ঘোষণা দেয়া হয়।

খবরটি শোনার পর থেকেই মন খারাপ ছবিসংশ্লিষ্টদের। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কালের কণ্ঠকে বলেন, ‘আমি আর কিছু বলতে চাই না। বারবার মুক্তি পেছানোটা ভালো খবর নয়। এটা নিছক দুর্ভাগ্য। হয়তো অনেকে মনে করবেন আমি অভিমান করছি। আসলে তা নয়। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী ছিলাম। বড় মুখ করে সবাইকে মুক্তির তারিখ জানিয়েছি। এখন তাদের কী বলব! প্রযোজক গতকাল আমাকে ফোন দিয়েছিলেন। জানতে চেয়েছেন অভিমান করেছি কি না। আমি তাঁকে কিছু বলিনি। দীপংকর দাদাকেও কিছু বলিনি।’

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘প্রযোজককে ছবিটি বুঝিয়ে দিয়েছি। তিনিই ভালো বুঝবেন কখন মুক্তি দেবেন। আমার কিছু বলার নেই। ছবি নির্মাণ করে দেওয়ার কথা, করেছি। ব্যবসার বিষয়টা একান্তই প্রযোজকের।’

সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ভারতীয় সিনেমার দাপটের কাছে বাংলা সিনেমার অবস্থা কতটা কোনঠাসা। সামনের দিন থেকে হয়তো ভারতীয় বড় সিনেমার শিডিউল মুখস্ত রেখেই নির্মাতাদের ছবি মুক্তির তারিখ ঠিক করতে হবে। তবে নানা উসিলায় বারবার সিনেমা পিছিয়ে দেয়ার নজির থেকে বের হয়ে আসতে হবে সংশ্লিষ্টদের। তখন ভারতীয় সিনেমা না থাকলেও সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হবে।

উল্লেখ্য যে ‘অন্তর্জাল’-এর সঙ্গে যুক্ত রয়েছে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। এর আগে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সিনেমা বানিয়েছিলেন দীপংকর দীপন।


Leave a reply