Select Page

‘অপরাধী বাদশা’-র মহরত

‘অপরাধী বাদশা’-র মহরত

59245_e5সম্প্রতি জাদু আজাদ পরিচালিত দ্বিতীয় ছবি ‘অপরাধী বাদশা’র কাজ শুরু হয়ে গেল  মহরতের মাধ্যমে।

ভিসটেক রেকর্ডিং স্টুডিওতে গান রেকডিংয়ের মাধ্যমে মহরত ঘোষণা করেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন।

মহরতের পর এসআই টুটুলের কণ্ঠে একটি গান রেকর্ড করা হয়। গানের কথা ছিল ‘ফাস্ট ডেটে আই মিস, সেকেন্ড ডেটে হলো কিস, থার্ড ডেটে হবে বিয়া, আসবো নিয়া প্যারিস ঘুরিয়া’।

গানের সুরকার ও সংগীত পরিচালক ছিলেন বিপ্লব।

মহরতের অন্যদের মধ্যে ছবির দুই নায়িকা সিমি ইসলাম ও সাথী, পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু, ফাইট ডিরেক্টর আতিকুর রহমান চুন্নু, প্রযোজক শাওন, নতুন পরিচালক মনিরুল ইসলাম সোহেল সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসকে ফিল্ম ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘অপরাধী বাদশা’ নির্মিত হবে। কাহিনি ও সংলাপ লিখেছেন শচীন কুমার নাগ।

ছবির নাম ভূমিকায় যে তারকা অভিনয় করবেন, তার নাম পরে প্রকাশ করা হবে বলে পরিচালক জানান। অন্যান্য চরিত্রে সিমি ইসলাম, সাথী, হৃদয় খান, মিশা সওদাগর এবং জাদু আজাদ নিজেই অভিনয় করবেন।

ছবির বাকি কলাকুশলীও সহসাই চূড়ান্ত করা হবে। ঈদের পর থেকে ছবির শুটিং এক টানা শুরু হবে বলে পরিচালক যাদু আজাদ জানিয়েছেন।

সুত্র: মানবজমিন


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares