Select Page

অপুর জম্মদিন

অপুর জম্মদিন

525245e2df1a8-4এ সময়ে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জম্মদিন আজ। বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র পক্ষ থেকে তার জন্য অশেষ শুভ কামনা।

অপু বিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার সাতমাথা এলাকায়। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার। তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলতঃ নাচ শিখতে শুরু করেন। হাতেখড়ি বুলবুল ললিতকলা একাডেমীতে। তারপর শিল্পকলা একাডেমী এবং সবশেষে নৃত্যাঞ্চল। যখন ক্লাস নাইনে পড়েন তখন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় প্রথম হন।

তিনি ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়ে যায়। ‘কোটি টাকার কাবিন’ ছবিটির এই জুটির ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’ প্রভৃতি ছবিও সুপারহিট ব্যবসা করে। অপু বিশ্বাস অভিনীত ৫০টি ছবির মধ্যে ৪০টিতেই তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।

সম্প্রতি জিরো ফিগার নিয়ে আলোচনায় আছেন। এর আগে বেশ কয়েক মাস চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন অপু। এ অভিনেত্রীকে আগামী বছর একাধিক ছবিতে দেখা যাবে। ইতোমধ্যেই তিনি জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ওয়াকিল আহমেদের ‘শোধ’, শিরোনামের ছবিগুলোয় চুক্তিবদ্ধ হয়েছেন। কাজ শুরু করেছে ‘শোধ’ নামের একটি ছবিতে। এরপর ‘মাই নেম ইজ খান ২’-এও তার অভিনয় করার কথা।


মন্তব্য করুন