Select Page

অপুর লক্ষ্য বছরে ছয়টি ছবি

অপুর লক্ষ্য বছরে ছয়টি ছবি

52a0bbf332a82-Untitled-8অপু বিশ্বাসের হাতে ছবি নেই – এ কথা মাঝে বেশ কিছুদিন শোনা গেলেও আবার ট্র্যাকে ফিরতে শুরু করেছেন অপু বিশ্বাস। বেছে বেছে ছবি হাতে নিচ্ছেন তিনি। জানিয়েছেন, এখন থেকে বছরে ছয়টি ছবিতে কাজ করবেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ীই গতকাল শনিবার থেকে টাঙ্গাইলের মহেরার জমিদারবাড়িতে নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন। ছবির নাম রেড – কালার অব লাভ। ছবিটি পরিচালনা করছেন সাফি উদ্দিন সাফি। বিপরীতে আছেন সুপারস্টার শাকিব খান।

রেড ছবিতে অপু বিশ্বাস বনেদি পরিবারের মেয়ে। শহরে এসে কলেজে ভর্তি হলে শাকিবের সাথে পরিচয় এবং প্রেম হয়। কিন্তু এক সময় কোন এক জটিলতার কারণে দুজনের মধ্যে দুরত্ব তৈরী হয়, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শাকিব।

অপু বলেন, নিয়মিত শুধুই ভালো ছবি করার জন্য মাঝে কিছুদিন বিরতি নিয়েছিলাম। এখন বেছে বেছে কাজ করছি। উল্লেখ্য, বর্তমানে অপু বদিউল আলম খোকন পরিচালিত চিরদিনই তুমি যে আমার ছবির শ্যুটিং করছেন।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন