Select Page

অপু নেই, খোঁজা হচ্ছে নতুন মুখ

অপু নেই, খোঁজা হচ্ছে নতুন মুখ

shakib-apuমার্চে শাকিব খান একদিনের শুটিংয়ে অংশ নেন রাজু চৌধুরীর ‘শুটার’-এ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও নির্মাতা জানান, নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস। কিন্তু হালে সে অবস্থার পরিবর্তন ঘটেছে। খোঁজা নতুন মুখ।

মূলত শাকিবকে চুক্তিবদ্ধ করে রাখার জন্যই একদিনের নামমাত্র শুটিং হয়। সহসা শিডিউলও দিতে পারছেন না নায়ক। এখন বলা হচ্ছে, ছবি শুরুর প্রায় তিন মাস হলেও মেলেনি পছন্দসই নায়িকা।

তাই নায়িকা খুঁজতে অনলাইনের দ্বারস্থ হলেন প্রযোজক। সেখান থেকে শাকিবের পছন্দে নতুন নায়িকা নির্বাচিত হবেন। বলা হচ্ছে শুধু গ্ল্যামার নয়, নায়িকা বাছাইয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকেও প্রাধান্য দেওয়া হবে।

সর্বাধিক সিনেমার নায়িকা অপুকে দূরে ঠেলে নতুন নায়িকা খোঁজার ঘটনা এ প্রথম নয়। কিন্তু কোনো নায়িকার সঙ্গেই অপুর মতো জনপ্রিয়তা পাননি শাকিব। এদিকে এ জুটির অসমাপ্ত আধডজন সিনেমার ভাগ্যে কী আছে— তা-ই রহস্য!

সূত্র : কালের কণ্ঠ।


মন্তব্য করুন