Select Page

অপু-মাহির ‘কেমেস্ট্রি’ দেখবে দর্শক

অপু-মাহির ‘কেমেস্ট্রি’ দেখবে দর্শক

mahi-marriage2 (1)

স্বামী পারভেজ মাহমুদ অপুকে নিয়ে টেলিভিশনে হাজির হচ্ছেন মাহি। বিয়ের আগে-পরের ঘটনা নিয়ে বলবেন তারা।

মাছরাঙা টেলিভিশনের ঈদের নিয়মিত আয়োজন ‘কেমেস্ট্রি’তে তারকারা নিজেদের দাম্পত্যের গল্প শোনান। অনুষ্ঠানটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে মাহি ও অপুকে।

টেলিভিশনে আসা নিয়ে অপু বেশ উচ্ছ্বসিত বলে জানান মাহি।

রুম্মান রশীদ খানের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুমানা মালিক মুনমুন। ২১ জুন রেকর্ডিং হবে।

ইতোমধ্যে ঈদের জন্য একুশে টেলিভিশনের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাহি। ওই অনুষ্ঠানে ফেরদৌসের সঙ্গে নাচতে দেখা যাবে তাকে।


মন্তব্য করুন