Select Page

অপূর্বর গানে টেলিফিল্ম

অপূর্বর গানে টেলিফিল্ম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হিসেবেই পরিচিত অপূর্ব। অভিনয় ছাড়াও তার গানের প্রতিভার খবরও সবার জানা। এর আগে ‘ফ্যানপেইজ’সহ বেশ কিছু নাটক-টেলিছবিতে অভিনেতা অপূর্ব গান শুনিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় নতুন টেলিছবির জন্য কণ্ঠ দিলেন জনপ্রিয় এই অভিনেতা।

জাফরীন সাদিয়ার রচনায় মিজানুর রহমান আরিয়ানের চিত্রনাট্য ও পরিচালনায় ‘ইচ্ছে তাই’ টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি পাওয়া যাবে গায়ক অপূর্বকে। আনোয়ার হোসেন আদরের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

নির্মাতা আরিয়ান জানান, অপূর্ব আগেও তার নাটকে গেয়েছেন। এবারের গানটিও কানে লেগে থাকার মতো। অন্যদিকে, বরাবরের মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন বলে মনে করেন অপূর্ব।

‌‘ইচ্ছে তাই’-এ অপূর্বর সহশিল্পী থাকছেন জেনি। আরো আছেন লুৎফর রহমান জর্জ, অন্তরা আজিম, কুমকুম আহসান প্রমুখ। অচিরেই ‘ইচ্ছে তাই’ টেলিভিশনে প্রচার হবে।


মন্তব্য করুন