Select Page

অবশেষে কাজী হায়াতের পরিচালনায় শাকিব খান

অবশেষে কাজী হায়াতের পরিচালনায় শাকিব খান

গুণী পরিচালক কাজী হায়াৎ তার ৫০তম ছবি নির্মাণের ঘোষণা দিলেন ফের। আর এ ছবিতে নায়ক হিসেবে থাকছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। প্রযোজনা করছেন শাকিবের বন্ধু মোহম্মদ ইকবাল। বছরখানেক আগে আরেক ঘোষণায় বলা হয়েছিল, শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে ওই ছবি। সেটি আলোর মুখ না দেখলেও নতুনটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

এ নিয়ে প্রযোজক ইকবাল নিউজ জি টোয়েন্টিফোরকে বলেন, ‘শাকিবকে নিয়ে এর অগে শ্যুটার ছবি নির্মাণ করেছিলাম। ব্যাপক ব্যবসায়িক সাফল্য পেয়েছি। এবার একেবারে মৌলিক গল্প নিয়ে নির্মাণ করছি এ ছবিটি। গল্প চিত্রনাট্য করেছেন কাজী হায়াৎ।’

ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতার নায়িকা নেওয়া হবে। তবে কে থাকছেন? সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রযোজক ইকবাল।


মন্তব্য করুন