Select Page

ওপারে ভালো চলছে না ‘নাকাব’, এপারই ভরসা

ওপারে ভালো চলছে না ‘নাকাব’, এপারই ভরসা

কলকাতার এসকে মুভিজের সঙ্গে পরপর ছবি করলেও, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) সঙ্গে শাকিব খানের সিনেমা একটি, ‘নাকাব’ বা মতান্তরে ‘নেকাব’। বেশ আগে শুটিং শুরু হলেও কলকাতায় মুক্তি পেয়েছে গত শুক্রবার। আগামীকাল মুক্তি পাবে বাংলাদেশে।

রাজীব বিশ্বাসের পরিচালনায় ভৌতিক-কমেডি ঘরানার এ ছবিতে শাকিবের নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি।

শাকিবের কলকাতা জয় নিয়ে প্রায়ই বাংলাদেশে আলোচনা হয়। নায়কও বলেন সেই কথা। কিন্তু কেমন চলছে ‘নাকাব’?

এতদিন কলকাতার প্রযোজকদের মুখের কথায় নির্ভর করলেও এবার বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো নিজেরাই হল থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। তবে কারো মতে সিনেমাটি মুক্তি পেয়েছে ১২০ হলে, আবার কেউ বলছেন ৮০ হলে!  দুটো তথ্যে সবার মাঝে মিল রয়েছে- একটি হলো কলকাতায় পেয়েছে মাত্র ৮টি পর্দা, বাকিগুলো শহর থেকে দূরের মফস্বলে।

দ্বিতীয় খবরটি হলো সিনেমাটি ভালো চলছে না। ইতোমধ্যে সে খবর ছেপেছে সারাবাংলা, বাংলা নিউজ ও কালের কণ্ঠ। তবে প্রতিটি সংবাদমাধ্যমই জানিয়েছে, ২০১৫ সালের তামিল সিনেমা ‘মাসু এনগিরা মাসিলামনি’র রিমেকটিতে জমিয়ে অভিনয় করেছেন শাকিব খান। প্রদর্শক ও দর্শকরা বলছেন, শাকিব খুব একটা পরিচিত কেউ নন, তাই ছবি টানছে না। এছাড়া কেউ পরিচিত গল্পের নির্মাণ নিয়েও দুষলেন।

অবশ্য এ সূত্রে শাকিবের পরিচিতি দিন দিন কলকাতায় বাড়ছে। তবে হল মালিকরা যা-ই বলুন এসকে মুভিজের মতোই একই কথা বলছে ‌‘নাকাব’-এর পরিচালক রাজীব বিশ্বাস ও  প্রযোজনা-পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ। ‘আমরা ছবির ব্যবসায় খুশি এবং এই ছবি হিট হতে চলেছে’—বললেন এসভিএফের এক কর্তাব্যক্তি। কিন্তু টালিউডের এক সূত্র জানিয়েছেন, এই ছবি হিট হওয়ার শুধু একটাই ফর্মুলা আর তা হলো বাংলাদেশে রিলিজ দেওয়া। এ কথা বাংলাদেশেও অনেকে বলেন!


মন্তব্য করুন