Select Page

অবশেষে দেখা হলো শাকিব-অপুর

অবশেষে দেখা হলো শাকিব-অপুর

বেশ টানাপোড়েনের পর বুধবার রাতে অপু বিশ্বাসের গুলশানের নিকেতনের বাসায় যান শাকিব খান। সেখানে তারা নিজেদের মধ্যকার সমস্যা নিয়ে কথা বলেন। পরে বৃহস্পতিবার অসুস্থ শাকিবকে হাসপাতালে দেখতেও যান অপু। খবর প্রথম আলো।

অপু বলেন, ‘শাকিব যখন আমার বাসায় আসে, তখন তাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন পোশাক কিনতেও বলে গেছে।‘

এদিকে বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে যান শাকিব। অপু, চিকিৎসকেরা শাকিবের স্বাস্থ্য পরীক্ষার পর একদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন। গত কয়েক দিনে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তাতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তা ছাড়া শাকিবের আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে চিকিৎসক বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাবারের ব্যাপারে বিধিনিষেধ আছে। কিন্তু শাকিব তা একেবারেই মানছেন না।

অপু বলেন, ‘গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

শাকিব খানকে দেখতে গতকাল বিকেলে বোরকা পরে হাসপাতালে যান অপু বিশ্বাস। মিনিট দশেক স্বামীর পাশে ছিলেন। অপু বলেন, ‘শাকিব সুস্থ আছে। আমি যখন ওকে দেখতে যাই, তখন ওর প্রেশার (রক্তচাপ) মাপা হচ্ছিল। চিকিৎসক বলেছেন, খুব তাড়াতাড়ি ওকে বাসায় নিয়ে যেতে পারব।’

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর প্রথম সন্তান আব্রাহামের জন্ম হয়। ভারতের একটি ক্লিনিকে তাদের এই সন্তানের জন্ম হয়েছে বলে দাবি করেন অপু।


মন্তব্য করুন