Select Page

অবশেষে প্রযোজনায় মাহি

অবশেষে প্রযোজনায় মাহি

4e547c243dc60259bde720da4e0b6584-4মাহির প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্করপিয়ন’ খোলার খবর পুরানো। সেবার ‘নিয়তি’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু জাজের সঙ্গে বিরোধের সূত্র সে পরিকল্পনা আলোর মুখ দেখেনি।

নতুন খবর হলো, ‘স্করপিয়ন’ থেকে এবার ‘মায়ার বাঁধন’ নামে চলচ্চিত্রের ঘোষণা এলো।

মাহির বরাত দিয়ে প্রথম আলো জানায়, কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি স্করপিয়নের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবে। এ সঙ্গে ‘অগ্নি ২’ তারকা বলেন, ‘প্রথম প্রযোজনা করতে যাচ্ছি। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই। তাই যৌথভাবে কাজটি করব।’

‘মায়ার বাঁধন’ পরিচালনা করবেন কলকাতার পরিচালক অশোক পাতি। গত বুধবার অশোক পাতির সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়। ওই দিনই সন্ধ্যায় কলকাতা থেকে মোবাইলে মাহি বলেন, ‘সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।’

নতুন ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন অভিনেতা। নামটি এখনই প্রকাশ করতে চান না তিনি।


মন্তব্য করুন