Select Page

অবশেষে ‘রাজনীতি’ নিয়ে শাকিব-অপু (টিজার)

অবশেষে ‘রাজনীতি’ নিয়ে শাকিব-অপু (টিজার)

ঠিক একবছর পর দর্শক দেখতে চলেছেন শাকিব খান-অপু বিশ্বাসের সিনেমা। তাদের দেখা যাবে ‘রাজনীতি’তে। সোমবার সন্ধ্যায় প্রকাশ হলো সিনেমাটির টিজার। তাদের সর্বশেষ দেখা যায় ২০১৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘সম্রাট’-এ।

‘রাজনীতি’তে ভিন্ন ভিন্ন অবতারে দেখা গেল শাকিবকে। ধারণা করা হচ্ছে, এক উচ্চাকাঙ্ক্ষী যুবকের চরিত্রে অভিনয় করেছেন শাকিব। যাকে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আসতে হয়। আরো আছেন আনিসুর রহমান মিলন। পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস।

কয়েক ঝলকের জন্য দেখা গেল একবছর অন্তরালে থাকা অভিনেত্রী অপু বিশ্বাসকে। তাকেও লেগেছে বেশ গ্ল্যামারাস। শাকিবময় ট্রেলারটি দেখা হয়েছে প্রায় লাখখানেকবার। আপনিও দেখে নিন। মন্তব্য জানান বিএমবিডিবিতে।


মন্তব্য করুন