Select Page

অবশেষে রুহির ‘গ্ল্যামার’

অবশেষে রুহির ‘গ্ল্যামার’

imagesঅনেকদিন ধরে শোনা যাচ্ছিল কলকাতার সিনেমা ‘গ্ল্যামার’-এর অন্যতম প্রধান চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন রুহী। কিন্তু কাজ শুরু না হওয়া অনেকে নেতিবাচক মন্তব্য করেছিল তার সম্পর্কে। তবে এবার বুঝি রুহীর জবাব দেয়ার পালা। কেন না, ৬ এপ্রিল শুরু হবে ছবিটির শুটিং।

মহুয়া চক্রবর্তী পরিচালিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তীসহ অনেকেই। কলকাতার কর্পোরেট ওয়ার্ল্ডকে উপজীব্য করে এই ছবির কাহিনী রচিত হয়েছে।

মানব জমিনকে রুহী জানান, ‘গ্ল্যামার’ আক্ষরিক অর্থে তার প্রথম চুক্তিবদ্ধ সিনেমা। এই ছবির মাধ্যমেই তার চলচ্চিত্রে আসা। ২০১১ সালে ‘গ্ল্যামার’-এ চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু কিছু কারণে ছবিটির কাজ শুরু হতে বিলম্ব ঘটে।’

বর্তমানে রুহীর তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।


মন্তব্য করুন